ভোলায় বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আ”লীগের ১৬ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টারঃভোলায় বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। রোববার (৯ মার্চ) দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামিদের জামিন না মঞ্জুর করে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ভাঙচুরের ঘটনায় প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন।
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক ভোলা পৌরসভার ৪ কাউন্সিলরসহ ১৮ জন আসামি রোববার ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
ঘটনার সঙ্গে আসামিরা সম্পৃক্ত না থাকায় তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং বাকী ১৬ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। এ আদেশের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান ওই আইনজীবী।
আসামিরা হলেন- কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলার আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান, মো. জাকির হোসেন প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষে মামলার শুনানিতে অংশ নেয় অ্যাডভোকেট মাহবুব হক লিটু, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, অ্যাডভোকেট স্বপন, অ্যাডভোকেট নুরনবি, অ্যাডভোকেট খায়ের উদ্দিন সিকদার, অ্যাডভোকেট সোয়াইব হোসেন মামুন, অ্যাডভোকেট কিরন তালুকদার, অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি, অ্যাডভোকেট জাকির হোসেন রিপন প্রমুখ।