ব্রেকিংঃ

ভোলার চরফ্যাশন পশ্চিমাঞ্চল ঘোষের হাট -মনপুরা হাজির হাট রুটে ফেরি চালুর সম্ভাবতা যাচাই।

একে এম গিয়াসউদ্দিন ঃভোলা চরফ্যাশন দুলার হাট থানার ঘোষের হাট -হাজির হাট রুটে ফেরি চালুর সম্ভাবতা যাচাইয়ের জোর তদবির চালানোর খবর পাওয়া গিয়াছে।

সুত্র জানায় দুলার হাট থানার ঘোষের হাট থেকে পটুয়াখালী দশমিনা উপজেলা হাজির হাট রুটে ফেরি চলাচল কার্যক্রমের সম্ভাবতা যাচাইয়ে পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।এ লক্ষ্য সম্প্রতি বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট (বরিশাল, ভোলা পটুয়াখালী) উর্ধ্বতন কতৃপক্ষকে রুটের সম্ভবতা যাচাইয়ে স্বরজমিনে পরিদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কার্যালয়ের একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা চলতি ৮ মে এ নির্দেশনা প্রদান করেন।

চিঠিতে ১৫ কর্মদিবসের মধ্যে চরফ্যাশন দুলার হাট থানাধীন ঘোষের হাট এবং দশমিনা উপজেলা হাজির হাট রুটে পরিদর্শন পুর্বক বিবরনী কমিটিকে মতামত প্রদান করতে বলা হয়েছে।

এ বিষয়ে পুর্বে নৌ-পরিবহন উপদেষ্টার সিনিয়র সচিব ও বিআইডব্লিউটিএর চেয়রাম্যানের বরাবর লিখিত আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ সিদ্দিক উল্যাহ মিয়া। তার লিখিত আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্বরজমিনে চিঠি প্রেরন করছেন বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়ার আবেদন টি সংযুক্ত করা হলো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।