ব্রেকিংঃ

আমার অবাধ্য চুল উড়ছে বাতাসে তোমাকে দেখার জন্য তাকিয়ে আছি আকাশে

আষাঢ়ে নেমেছে অঝোরে বৃষ্টি

ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়
বৃ্ষ্টির ছাঁট এসে ভিজিয়ে দিচ্ছে আমার নাক মুখ অধর
ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে
আমার অবাধ্য চুল উড়ছে বাতাসে
তোমাকে দেখার জন্য তাকিয়ে আছি আকাশে

ভিজে গেছে আমার শাড়ির আঁচল
সরোবর উপচে পড়ছে বৃষ্টির জল
ঝড়ো বাতাস কানে কানে অস্ফূটে বলছে ভালোবাসি
অনামিকা নড়ছে তর্জনী হয়ে
এমন যে বৃষ্টি তাও তুমি এলে না
দু:খরা ভিড় করছে যেমন করে
তোমার আমি নুয়ে পড়ি লাউ ডগার মতো
অনুভব করি তোমার পরশ
আমি আবেগ তাড়িত হই
অথচ তুমি এলে না
এবেলায় তুমি কোথায়

তোমার আলোভরা জীবন
আলোকিত করে আমাকে
আমার কাজল চোখ ভিজে নোনা জলে
আক্ষেপ করে মন
তুমি যদি সত্যি সত্যি আমার হতে
কবিতার খাতায় প্রেমের স্বরলিপি লিখতে
আহা কী যে সুখের হতো
এই বৃষ্টির জলও প্রেম বিলাতো

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।