ব্রেকিংঃ

ভোলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এম রহমান রুবেল ॥
ভোলা সদর উপজেলায় ২ লাখ ৯২ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মো: মোকতার হোসেন আনুষ্ঠানিকভাবে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ এর হাতে আনুষ্ঠানিক ভাবে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ বিভিন্ন সরকারি,রাজনীতিও সাংবাদিক ব্যাক্তিবর্গ।
পরে ভোলা সরকারি কলেজ এর অধ্যক্ষ পারভীন আকতার,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সাবেক সিভিল সার্জেন ডা.ফরিদ আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটে কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গের মাঝে আনুষ্ঠানিক স্মার্ট গার্ড তুলে দেয়া হয়।
পর্যায়ক্রমে চলতি বছরের ৯ আগস্ট থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৯৮দিনে উপজেলার ১৩ ইউনিয়নে ভোটারদের হাতে এর স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড তুলে দেয়া হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।