ব্রেকিংঃ

বিজেপি’র থেকে আমি হিন্দুধর্ম-টা বেশী বুঝি: রাহুল গান্ধী

এএফপি :
বিজেপির লোকেরা হিন্দু ধর্ম তেমন একটা বোঝে না, তাদের থেকে হিন্দুধর্মটা আমি বেশী বুঝি। আজ মঙ্গলবার ভারতের কংগ্রেস দলের সভাপতি রাহুল গান্ধী মধ্যপ্রদেশের এক সমাবেশে এসব কথা বলেন।
তিনি ওই সমাবেশে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল সবার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি তা হল, কেউ কথা বললে আমি তা আগে বুঝতে চেষ্টা করি। যদি কেউ এতে রাগান্বিতও হয় আমি তাকে বুঝতে চেষ্টা করি। আমি তাকে বোকা মনে করি না। কিন্তু বিজেপির লোকেরা তা করেনা। সত্যি কথা তারা হিন্দু ধর্ম বোঝেই না। আর তাদের থেকে আমি আমার হিন্দুধর্মটা বেশী বুঝি।
ওই সমাবেশে তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কড়া সমালোচনা করেন।
অন্যদিকে বিজেপির এক মুখপাত্র সম্বিৎ পত্র বলেন, রাহুল হিন্দুধর্মকে ব্যবহার করে লোকদের বোকা বানাতে চাচ্ছে। সূত্র: এনডিটিভি/ দ্য এশিয়ান নিউজ।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।