ব্রেকিংঃ

ভোলায় জলবায়ু পরিবর্তন সহনশীল উপকূলীয় বাধ নির্মান ও টেকসই নিরাপত্তায় করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এম মইনুল এহসান ॥
ভোলায় জলবায়ু পরিবর্তন সহনশীল উপকূলীয় বাধ নির্মান ও টেকসই নিরাপত্তায় করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোস্ট ট্রাস্ট সিজেআরএফ প্রকল্পের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী মো: বাবুল আকতারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মৃধা মো: মোজাহিদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ভোলার উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান , প্রকৌশলী মো: রাকিব ,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া খাতুন।
কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের টিম লিডার রাশিদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মুল প্রবন্ধ পাঠ করেন কোস্ট ট্রাস্ট সিজেআরএফ প্রকল্পের কো-অর্ডিনেটর ফাহমিদা আমিন। এছারাও বক্তব্য রাখেন জেলা জলবায়ু ফোরামের সভাপতি মো: নুরুল ইসলাম ,সদর উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি সাংবাদিক মোকাম্মেল হক মিলন , সহ সভাপতি এ্যাড. কামাল উদ্দিন সুলতান , সাধারন সম্পাদক অধ্যাপিকা জিনাত রেহানা , প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, নারী নেতৃ বিলকিস জাহান মুনমুন প্রমুখ ।
সেমিনারে বক্তরা উপকুলিয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুকি সর্ম্পকে আলোচনা করেন । তারা বলেন বাংলাদেশ একটি দুর্যোগ প্রবন দেশ। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারনে উপকুলিয় এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুক্ষীন হয় । ১৯৭০ সালে ঘুর্নিঝড়ে উপকুলিয় এলাকায় সরকারি হিসেব মতে সারে ৫ লক্ষ ( বেসরকারী হিসেব মতে ১০ লক্ষ ) লোক মারা যায় । তার পুর্বেও বিভিন্ন ঘুর্নিঝড়ে লাখ লাখ লোক মারা যায়। ১৯৭০ সালের ঘূনিঝড়ে ততকালিন ভোলা মহাকুমায় প্রায় ২লাখ লোক মারা যায়। এছারাও উপকুলিয় অঞ্চল সব সময়েই প্রাকৃতিক দুর্যোগ ঝুকির মধ্যে থাকে । বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারনে এই ঝুকির পরিমান আরো বেরেছে। তাই এই ঝুকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন সহনশীল টেকসই উন্নয়ন প্রদেক্ষপ গ্রহন করতে হবে । বর্তমানে যে সমস্থ এলাকায় বেড়ি বাধ সহ রেগুলেটর, আশ্রয় কেন্দ রয়েছে সেগুলোকে মেরামত সহ পরিবর্তিত জলবায়ু সহনশীল এবং সময় উপযোগি হিসেবে গড়ে তুলতে হবে । বক্তরা নদী খনন সহ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা , উপকুলিয় এলাকায় বেশি বেশি বনায়ন , পয়:নিষ্কাসন ব্যবস্থা জোরদার , উপকুলিয় এলাকার সড়ক মহাসড়ক গুলোকে উচু করে নির্মান সহ টেকসই উন্নয়নের প্রতি জোর দেন। তারা সরকারি প্রতিস্থান গুলোকে আরো বেশি কর্মতৎপরতা সহ সরকারী কর্মকান্ডগুলো বাস্তবায়নের জন্য জন সাধারন কে সত্ব:ফূর্ত সহযোগিতার আহব্বান জানান ।
এসময় ভোলা কোস্ট ট্রাস্ট সিএফটিএম প্রকল্পের সহকারি টিম লিডার রাজিব ঘোষ , সাংবাদিক আদিল হোসেন তপু , শরিফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ , সাংবাদিক , জলবায়ু ফোরামের নেতৃবিন্দ , কৃষক প্রতিনিধি, জেলে প্রতিনিধি সহ এনজিও কর্মিবিন্দ উপস্থিত ছিলেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।