ব্রেকিংঃ

প্রতিপক্ষকে আমরা ছোট করে দেখিনা মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী

এম রহমান রুবেল ॥

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভোলা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে তিনি আজ বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খুশির বিষয় সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে। তাই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। আমাদের প্রতিপক্ষকে আমরা ছোট করে দেখিনা। ঐক্যজোট নির্বাচন কমিশন সম্পর্কে যত কথাই বলুক না কেন নির্বাচন কমিশন অত্যান্ত নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সুতরাং আগামী সংসদ নির্বাচন অংশ গ্রহণ মূলক হবে, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য হবে, আন্তর্জাতিক বিশ্বে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ রাজনীতির পথ নয়, এটা বিএনপি উপলব্ধি করেছে। তাই তাই তারা এবার নির্বাচনে অংশ নিয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মমিন টুলু,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকিব ও এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ ও মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন সহ অনেকে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।