ব্রেকিংঃ

ভোলায় দুই দিনব্যাপী ‌ এনসিটিএফ এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জনতার বাণী ডেক্স।।

ভোলায় দুই দিনব্যাপী ‌শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং,এডভোকেসি, নিউজলেটার প্রকাশনা,লিডারশীপ, ইনক্লুশন ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮নভেম্বর) সকাল ১০টায় ভোলা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী ভোলা জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। সেইভ দ্যা চিলড্রেন এবং প্লান বাংলাদেশ এর সহযোগীতায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলে এ প্রশিক্ষণ । দুই দিনব্যাপী কর্মশালায় নয়টি অধিবেশনে, সেচ্ছাসেবী ও তরুন সাংবাদিক এম শরীফ আহমেদ, এনসিটিএফ ভোলা জেলা সমন্বয়কারী আশিকুর রহমান (শান্ত) ও সেচ্ছাসেবী মোস্তাফিজুর রহমান (মিশুক) প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষক ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আখতার হোসেন,প্রাক-প্রাথমিক শিক্ষক সুফিয়া আক্তার,শিশু বিকাশ শিক্ষক খাদিজা আক্তার,এনসিটিএফ ভোলা জেলা সমন্বয়কারী রিমা আক্তার (শিমু), এনসিটিএফ ভোলা জেলা সভাপতি জান্নাতুল ফেরদাউস (মিম),সাধারণ সম্পাদক মোঃ শাকিল,এনসিটিএফ পৌর সভাপতি মোঃ মামুন,সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, এনসিটিএফ শিশু সাংবাদিক জেরিন সহ শিশু প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু প্রশিক্ষণার্থীরা সাংবাদিকতা, শিশু অধিকার, লিডারশীপ,এনসিটিএফ অপারেশন বিষয়ক অনেক কিছু শিখতে পারবে। যা ভবিষ্যতে তাদের কাজে আসবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।