ব্রেকিংঃ

২০০১ স্মৃতি চারন করতে গিয়ে নিজে কাদলেন এবং ভেলুমিয়া বাসিকে কাদালেন

এম রহমান রুবেল ।।

জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফ খা বাজারে সন্ধা ৬ টার সময় ভোলা এক আসনের এমপি প্রার্থী বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের নৌকার পক্ষে ভোট চেয়ে বাজারের বিভিন্ন পয়েন্টে মিছিল ও গনসংযোগ করে  শরিফ খা বাজারে পাটি অফিসের সামনে এসে ২০০১ সালের স্মৃতি চারন করে ভেলুমিয়া বাসির উদ্দেশ্য ভোলা জেলা আঃলীগের ত্রান ও সমাজ কল্যান বিষক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বলেন, ২০০১ সালে আমার ভাই বাংলা বাজারে আমার মামা বানিজ্য মন্ত্রীর দল করার কারনে আমার ভাই রফিক কে প্রকাশ্য মেরে ফেলা হয়েছে আমি আমার ভাইর লাশটা ও দেখতে আসতে পারি নাই। ২০০১ সালে বিএনপি জামাত এই ভোলার সাধারন মানুষেরর উপর অমানুষিক নির্যাতনের রোলার স্টীল চালিয়েছে এবং আমার বাংলা বাজারের বাড়িটি পুড়িয়ে দিয়েছে। আঃলীগ যখন ক্ষমতায় আসে তখন আঃলীগ সরকার বিএনপি জামাত কে ক্ষমা করে দিয়েছে তাদের উপর কোন প্রতিশোধ নেয় নাই। আঃলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী মানুষকে নির্যাতন ও পুড়িয়ে মারার রাজনিতিতে বিশ্বাসী না। ভেলুমিয়া শরিফ খা বাজারে বিএনপি কে উদ্দেশ্য করে সফিকুল ইসলাম বলেন, ৩০ তারিখে জাতীয় নির্বাচনে যদি ভোটের কেন্দ্রে কোন রকমের বিশৃংখলা করা হয় তার পরিনাম ভাল হবে না। তিনি আঃলীগ কর্মিদের উদ্দেশ্য বলেন, আপনিরা জননেতা বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের কর্মি তোফায়েল আহমেদের কর্মিরা কখনো বিশৃংখলা করে না আর বিএনপি যদি কোন রকম অনৈতিক কর্ম কান্ড করে এবং মানুষের উপর নির্যাতন করে বাড়ি ঘরে হামলা করে আপনিরা ফাল্টা হামলা করবেন না আপনিরা ৩০ তারিখে আপনাদের সঠিক রায়ের মাধ্যামে শেখ হাসিনার নৌকার মনোনিত প্রার্থী বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ কে বিজয় করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে ভোলা কে আলোকিত ভোলা গড়ার সুযোগ করে দিয়ে আধুনি সিংগাপুরের ন্যায় ভোলা দ্বীতীয় সিংগাপুরের করার জন্য সুযোগ করে দিবেন

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।