ব্রেকিংঃ

আইসিটিতে উচ্চতর প্রশিক্ষনে ফিলিপাইন যাচ্ছেন জেলা শিক্ষা অফিসার

বিশেষ প্রতিনিধি ॥
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় আইসটি শিক্ষার উপর উচ্চতর প্রশিক্ষনের জন্য বাংলাদেশের প্রতিনিধি দলের টিম লিডার হিসেবে ফিলিপাইন যাচ্ছেন ভোলা জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক। আগামি ১৯ তারিখ বাংলাদেশ সময় রাত ১০টায় ফিলিপাইনের উদ্দেশ্যে তাদের টিম ঢাকা ত্যাগ করবেন। আগামি ২০জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী প্রর্যন্ত এই প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। জেলা শিক্ষা অফিসার জাকিরুল হকের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ জন আইসিটি শিক্ষক ও এক জন শিক্ষা গবেষনা কর্মকর্তা প্রশিক্ষনে অংশগ্রহন করবেন।
জাকিরুল হক কয়েক বছর ধরে ভোলা জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন । এর আগে তিনি ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় , দৌলতখান সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক , সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন । প্রশিক্ষন সফল ভাবে সমাপ্ত করতে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।