ব্রেকিংঃ

ইলিশা ইউনিয়ন কে আর্দশ ইউনিয়ন গড়ে তুলতে সরদার সুমন এর কিছু কথা

শান্তি চাই প্রতিহিংসা চাইনা ইলিশা ইউনিয়ন কে আর্দশ ও শান্তিপূর্ণ গড়ে তুলতে সকলের সহযোগীতা চাই ১.সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি এর সাথে ছবি তুলে ভাইরাল করে এলাকায় কোন প্রভাব খাটিয়ে এই জাতীয় নেতার বদনাম করা যাবে না। ২.কোন আ’লীগ নেতা নিজের ব্যক্তিগত আক্রোশের কারণে কোন সাধারন মানুষ কে অযথা হয়রানী না করে ভালোবাসা দিয়ে নিজ দলে আনার চেষ্টা করুন। ৩.পারিবারিক সমস্যাগুলি থানা পুলিশের কাছে প্রথমে না গিয়ে স্থানীয় মুরুব্বী ও মেম্বার চেয়ারম্যান এর মাধ্যমে সমাধানের চেষ্টা করুন তারা ব্যর্থ হলে আইনের কাছে যান। ৪.যেই কর্মীদের মাধ্যমে আজ আপনারা নেতা হয়েছেন তাদের মূল্যায়ন করুন। ৫.এলাকার দলমত নির্বিশেষে অসহায় মানুষদের সাহায্য এগিয়ে আসুন। ৬.আ’লীগের সকল সহযোগী সংগঠন ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগসহ সকল কে মূল্যায়ন করুন। ৭.সবাই কে স্বাধীন ভাবে রাজনীতি করার অধিকার দিন। ৮.আমাদের প্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর কাছে জোর দাবী নদীভাঙ্গনে যারা ভিটা মাটি হারিয়েছে তাদের পূর্নবাসনের ব্যবস্থা করুন। ৯.জননেতার সাথে ছবি তুলে রাজনীতি না করে নেতাকে মনের ভিতর রাখুন। ১০.২০০১ সালে বিএনপি’র মিথ্যা সাজানো মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন থাকার পরও নেতার সাথে ছবি তুলে ভাইরাল করে রাজনীতি করিনি। নেতা কে ভালোবেসে দীর্ঘ ১ মাস নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ভোলায় নির্বাচন করেছি। ১১.নিজের সার্মথ্য অনুযারী ইলিশা ইউনিয়নের শীর্তাত মানুষের পাশে দাড়িঁয়েছি। এবং যারা নেতা নাম ব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা করে তাদের চিহ্নিত করে নেতা কে জানান। আসুন এই ভাবে আমাদের বৃহত্তম ইলিশা ইউনিয়ন কে একটি আর্দশ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।

লেখক: ব্যবসায়ী ও সমাজসেবক

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।