ব্রেকিংঃ

বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

এম রহমান রুবেল ।।

বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফেরাম ভোলা জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ভোলা শহরের ভোলা টাউন বাংলা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভায় ভোলা জেলা শাখার সভাপতি ও দৌলতখান উপজেলার আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফেরামের যুগ্ম মহাসচিব ও ভোলা জেলা শাখার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা শাখার সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, ব্যাংকেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবি আব্দুল্লাহ, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রব, জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ইমরান হোসেন, তৈয়বা খাতুন মডেল স্কুলের সহকারি শিক্ষক রিয়াজ উদ্দিন, ভোলা সদর উপজেলা শাখার সম্পাদক মুসা কালিমুল্লাহ, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাবলু, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন খান, নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, ভোলা টাউন কমিটি বাংলা স্কুলের প্রধান শিক্ষক মেহেদি হাসান, লালমোহনের নেতা মোজাম্মেল হোসেন, তজুমদ্দিনের নেতা মীর শরীফ হোসেন, দৌলতখানের নেতা মোঃ নাছির। এসময় ভোলার সকল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় বক্তারা সারাদেশের সরকারী স্কুলের শিক্ষক-কর্মচারীদের চেয়ে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের যে বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৈষম্য রয়েছে তা দুরীকরণসহ জাতীয় করণের দাবী জানান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।