ব্রেকিংঃ

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ইটভাটার মালিকদের জেল, জরিমানা ॥

নিজস্ব প্রতিবেদক।। ভোলায় ৩টি ইটভাটায় লাইসেন্স না থাকায় ও কাঠ পোড়ানোর দায়ে ইটভাটার মালিকদের জেল, জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সাইমুন ব্রিকস-১, সাইমুন ব্রিকস-২ ও ৭ স্টার ব্রিক্সকে ৩টি ইটভাটায় এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় ৪ জনকে ৬ মাসের জেল ও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের জেল দেওয়া হয়।

জানা গেছে, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটভাটা স্থাপনের লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে সাইমুন ব্রিকস-১, সাইমুন ব্রিকস-২, ৭ স্টার ব্রিকস এর ৪জনকে ৬ মাসের জেল ও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের জেল দেওয়া হয়। আটককৃতরা হলেন, ৭ স্টার ব্রিকসের আকতার হোসেন, সাইবুল হাসান, সাইমুন ব্রিকস-২ এর সাহারুল আমিন, সাইমুন ব্রিকস-১ এর সুমন।

ভ্রাম্যমান আদলতের এই অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওছার হোসেন। এসময় তিনি বলেন, ভোলা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভোলা সদরের ইলিশা ইউনিয়নের ৩টি অবৈধ ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করি। প্রত্যেকটি ইটভাটায় জেলা প্রশাসকের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলো। এছাড়াও ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পুড়িয়ে আসছিলো। এ অভিযোগে ৪ ইটভাটার মালিককে গ্রেফতার করি। প্রত্যেককে ৬ মাসের জেল ও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের জেল দেওয়া হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।