ব্রেকিংঃ

ভোলা প্রেসক্লাবে পুলিশ সুপারকে সংর্বধনা ও সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

এম রহমান রুবেল :
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন  রাষ্ট্রপতি পুলিশ (পিপিএম) সেবা পদক প্রাপ্ত হওয়ায় ভোলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে এই মতবিনিময় সভা ও সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই ভোলার কর্মরত সাংবাদিকরা ফুল দিয়ে পিপিএম পদক প্রাপ্ত পুলিশ সুপার মোকতার হোসেন কে শুভেচ্ছা জানান। এবং ভোলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক দমনে তিনি যেই অগ্রগামী ভুমিকা রেখেছেন তার জন্য তাদের স্বাগতম জানান বক্তারা। অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে কালবেলা প্রতিনিধি মনিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোকতাদি বিল্লাহ, সামস উল আলম মিঠু , জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম , চেম্বার অব কর্মাসের পরিচালক সফিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নন্দী, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, পৌর কাউন্সিলর আতিকুল ইসলাম, মাছরাঙা ও জনকণ্ঠ প্রতিনিধি হাসিব রহমান, এস এ টিভির জেলা প্রতিনিধি এডভোকেট শাহাদাত শাহীন, সময় টিভির জেলা প্রতিনিধি নাসির লিটন, শিক্ষক সমিতির নেতা জাকিরুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে। এ ছাড়া ও সংর্বধনা ও মতবিনিময় সভায় ভোলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোকতার হোসেন কে ক্রেস তুলে দেন অতিথিরা।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।