ব্রেকিংঃ

আটককৃত বিল্লালের মুক্তির দাবী জানিয়েছে এলাকাবাসী

ইয়ামিন হোসেন / এম রহমান রুবেল : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মানিক মিয়া আইডিয়াল কলেজে এসএসসি পরীক্ষায় নকলকে কেন্দ্রে পুলিশ কনেস্টবলের সাথে হাতাহাতির অভিযোগে আটকৃত বেল্লালের মুক্তির দাবী জানিয়েছেন ভেলুমিয়ার ইউনিয়নে সবস্থরের মানুষ।

সাম্প্রতিক আইডিয়াল কলেজে এসএসসি পরীক্ষায় নকল দেওয়ার অভিযোগ কেন্দ্রে করে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল মিজান ও ফারুক এর সাথে হাতাহাতির অভিযোগে ভেলুমিয়া ৭ নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার ছেলে বেল্লাল কে আটক করা হয়। এই ঘটনায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা জসিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দিয়ে বেল্লালকে কারাগারে প্রেরণ করেন।
প্রত্যেক্ষসূত্রে জানা যায় বেল্লাল এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আইডিয়াল কলেজের অধ্যক্ষ সাথে দেখা করতে গেলে হঠাৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা পুলিশ সদস্যদের বেল্লালকে পরীক্ষা কেন্দ্রে আসার অপরাধে গ্রেফতার করতে বলে। এই সময় বেল্লাল এই কথা শুনে ভয়ে চলে আসতে চাইলে পুলিশ তাকে আটক করতে চেষ্টা করলে পুলিশ সদস্য হঠাৎ মাটিতে পরে  আঘাত পায় । এর পরিপেক্ষিতে পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে পুলিশের গায়ে আঘাত করেছে এমন অভিযোগে এলাকার সহজ সরল শিক্ষিত বেল্লালকে পরীক্ষা কেন্দ্রের সচিবের নির্দেশে মিথ্যা মামলা দিয়ে কারগারে প্রেরন করেন।

এই বিষয়ে মানিক মিয়া আইডিয়াল কলেজে এর সভাপতি ও স্থানীয় মেম্বার হারুন মোল্লা জানান, সেদিন যা ঘটে ছিলো তা ভুল বুঝাবুঝি কারনে হয়েছে  বেল্লাল খুব ভালো ছেলে সে কখনো এই ধরনের কাজ করতে পারেনা আমরা ভেলুমিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বেল্লালের নি:শর্তে মুক্তি চাই।

একই দাবী করেছেন প্যানেল চেয়ারম্যান মহসিন খাঁ , ভেলুমিয়া ১ নং ওয়ার্ডের মেম্বার বাহাদুর খাঁন, ২ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সম্পাদক শহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ীরা বেল্লালের মুক্তি দাবী করেন।বর্তমানে মো: বেল্লাল আলতাজের রহমান কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।