ব্রেকিংঃ

ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ কারাদন্ড ও জরিমান

জনতার বানী ডেক্স ॥

ভোলায় আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদাম রেখে ব্যবসা করা এবং ফায়ার লাইসেন্স বা অন্য কোন Safety measures না থাকার অপরাধে এক ব্যবসায়ী ও তার এক কর্মচারীকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শহরে অভিযান চালিয়ে এ দন্ড ও জরিমানা করা হয়।
সূত্রে জানা গেছে, ভোলা শহরের বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদাম রেখে ব্যবসা করে আসছে ব্যবসায়ীরা। এ নিয়ে ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর দ্বিতীয় দিনের মত অভিযানে নামে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ভোলা শহরের দরগাহ রোডে আবাসিক এলাকায় শত শত গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা করছেন এমন তথ্য পেয়ে সেখানে যান ভ্রাম্যমান আদালত। সেখানে দিয়ে দেখে খোলা মাঠে সারি সারি গ্যাস সিলিন্ডার। যার বেশিরভাগেরই মেয়াদ উত্তীর্ণ। আর ফায়ার লাইসেন্স বা অন্য কোন Safety measures নেই। যিনি এই ব্যবসা করছেন তার ধারণা নিজের জায়গায় ব্যবসা করছি, সেখানে কে দিবে বাঁধা। এসময় কর্ণফুলী পয়েন্টের মালিকের ভাই মোঃ ইব্রাহিম কোন লাইসেন্স দেখাতে পারেন নি। বেআইনীভাবে এই ব্যবসা করার জন্য ইব্রাহিমকে ৩ মাসের কারাদন্ড এবং ২ লাখ টাকা জরিমানা এবং ওই প্রতিষ্ঠানের কর্মচারী সাখাওয়াতকে ১ মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) কাওসার হোসেন। এসময় তার সাথে জেলা প্রশাসনের লোকজন এবং ফায়ার সার্ভিস ও ভোলা সদর মডেল থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।