ব্রেকিংঃ

অভিযানে নদীতে ইলিশ মাছ না ধরায় জেলেকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়নের উত্তর ইলিশা গ্রামে জেলে পল্লীতে দুই গ্রুপের মারামারিতে সফিকুল ইসলাম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার বিকালে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত সফিকুল ইসলাম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সূত্রে জানা যায়, ইলিশা ৪ নং ওয়ার্ডের উত্তর ইলিশা গ্রামের ইমাম আহমেদ এর পূত্র জেলে সফিকুল ইসলাম নদীতে মাছধরা নিষিদ্ধ থাকায় নিজের নৌকা কে ঝড় বাতাসের জন্য হেফাজত করতে গেলে ইলিশা নদীর জেলেদের আতঙ্ক কোস্টগার্ডের সোর্স ও মাছ ব্যবসায়ী আব্বাস উদ্দিনের নির্দেশে তার ভাই মামুন, খালাতো ভাই ইব্রাহীম, ইসমাইল হঠাৎ কিছু না বুঝার আগেই এসে দিনমজুর সফিক কে পিটিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা এসে সফিক কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জংশন প্রাথমিক চিকিৎসা দেয় পরে তার অবস্থা বেগতিক দেখে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান, বর্তমানে সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সফিকুল ইসলাম ও ভাই ইউসুফ জানান, আমরা অভিযান থাকায় নদীতে মাছ ধরতে যায় না কিন্তু কোস্টগার্ডের সোর্স আব্বাস উদ্দিন তার জেলেদের সাথে মাছ ধরতে বলে, আব্বাস বলেন আমরা কোন জেলে কে কোস্টগার্ড আটক করবে না,তুই ও মাছ ধরে আমাকে দিবি আমরা রাজী না হওয়ায় আজ আমার ভাই নৌকা উঠানোর সময় তাকে হঠাৎ পিটিয়ে আহত করেন আব্বাস এর ভাইরা।

স্থানীয় জেলেরা জানান, কোস্টগার্ডের সাথে থাকার কারনে আব্বাস নিজেই এখন বড় ক্ষমতাধর যখন যা ইচ্ছা তা করে প্রতিটি অভিযানে অবৈধ ভাবে আব্বাসের নিয়ন্ত্রণধারী জেলেদের দিয়ে মাছ ধরে।

ভোলার কোষ্টগার্ড বাহিনী সফলতার সাথে অভিযান করলে ও আব্বাসের মত কিছু সোর্স তাদের নাম ভাঙ্গিয়ে দীর্ঘ অর্জনের সুনাম নষ্ট করতে যাচ্ছে।
এই বিষয়ে অভিযুক্ত আব্বাস এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ও তাকে পাওয়া যায়নি।
ইলিশা পুলিশ ফাঁড়ি এ এস আই সুজন জানান, সফিকের ভাই বাদী হয়ে একটি অভিযোগ করেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।