ব্রেকিংঃ

দক্ষিন দিঘলদীতে ঘুর্নিঝড় ফনীতে ক্ষতিগ্রস্তদের মাঝে কোষ্টট্রাস্টের অর্থ ও খাবার বিতরন

এম মইনুল এহসান ॥
ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নে ঘুর্নিঝড় ফনীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরন করেছে কোষ্টট্রাস্ট। শনিবার বিকেলে দক্ষিন দিঘলদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কোস্টট্রাস্টের উদ্যোগে এবং জলবায়ু ফোরামের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে খাবার ও র্ঘুনিঝড়ে নিহত রেনু বেগমের পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা বিতরন করা হয়।
এ সময় দক্ষিন দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতালুল হাসান স্বপন, সদর উপজেলা জলবায়ু ফোরামের সহ সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন সুলতান, কোষ্টট্রাস্টের কর্মকর্তা জহিরুল ইসলাম ,রাজিব ঘোষ প্রমুখ।
র্ঘুুনিঝড় ফনিতে ভোলা সদরের মধ্যে একমাত্র দক্ষিন দিঘলদি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় দেড় শতাধিক ঘর প্রায় পুরোপুরি বিধ্বস্থ এবং কয়েক শতাধিক ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয় । এছারাও অনেক ফসলি জমি , বাগান , গাছপালা এমনকি বৈদুতিক লাইনেরও ব্যাপক ক্ষতি হয়।
কোস্ট্রট্রাস্ট ছাড়াও ইউনিয়ন পরিষদ , আশা ,ব্রাক সহ অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রান বিতরন করেছ

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।