ব্রেকিংঃ

ভোলা থেকে লঞ্চ চলাচল শুরু

 এম রহমান রুবেল :
ভোলায় তিনদিন নৌযান বন্ধ থাকার পর অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সকল লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (৫ মে) সকাল ৬টা থেকে জেলার ২৫টি নৌপথ থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এই বিষয ভোলা নদীবন্দরের বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, এখন নৌ পথে ঝুঁকি নেই, তাই সব সতর্কতা সংকেত উঠিয়ে নেয়া হয়েছে। নৌযান চলাচলের নির্দেশ দেয়া হয়। তবে নদী কিছুটা উত্তাল থাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে ভোলা-বরিশাল, ভোলা-লক্ষীপুর লঞ্চ ও ফেনী রুট ছাড়াও লালমোহন-পটুয়াখালী, হাকিমউদ্দিন, আলেকজেন্ডার, চরফ্যাশন-মনপুরা, ভোলা-মনপুরাসহ ২৫ রুটে নৌযান চলাচল শুরু করেছে। সকল নৌযানগুলো যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। দীর্ঘ ৬৪ ঘণ্টা ভোগান্তির পর যাত্রীরা নৌপথ দিয়ে আসা যাওয়া শুরু করায় ঘাটগুলো শ্রমিকদের হাকডাকে কর্মচঞ্চল হয়ে উঠেছে।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।