ব্রেকিংঃ

ভোলায় জেলেদের চাউল না দিয়ে ফাটাকেস্টো এ্যাকশনে জেলে পিটাল বারেক মেম্বার

এম রহমান রুবেলঃ
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে জেলেদের চাউল বিতরনের সময় ৬ নং ওয়াডের বারেক মেম্বার দুই জেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকাল ৫ টার সময় জেলেদের চাউল বিতরেন সময় স্থানীয় ৬ নং ওয়াডের বারেক মেম্বারের কাছে দুই রোজাদার ব্যাক্তি রোজা থাকায় ইফতারির সময় হওয়ার কাছে আসার কারনে তারা মেম্বারের কাছে একটু আগে চাউল চাওয়ার অপরাধে তাদেরকে পিটিয়ে জখম করেন স্থানীয় প্রভাব শালি এই ইউপি মেম্বার বারেক।
জানা যায় গত কাল ১৪/০৫/১৯ ইং বিকাল ৫ টার সময় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৮ নং ওয়াডের বাসিন্দা জেলে হেলাল আর ফারুক কে চাউল আগে চাওয়ার অপরাধে তাদেরকে ফাটা কেস্টোরের স্টাইলে পিটিয়ে জখম করে ভোলা সদর হাসপাতালে পাঠান ইউপি মেম্বার।
স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন হেলাল উদ্দিন ও ফারুক।
এ ব্যাপারে আহত হেলাল আর ফারুকের কাছে জানতে চাইলে তারা জানান এই বারেক মেম্বার এলাকার কাউকে পরোয়া করেন না তাই যার তার গায়ে যে কোন সময় হাত বসাইয়া দেয় আমরা তার কাছে জিম্মি।
তারা আরো জানান বারেক মেম্বারের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে পূর্ব ইলিশার অসহায় জনগন আমরা এর সুস্ট বিচার দাবি করছি প্রিয় নেতা সাবেক শিল্প- বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা কামাল হোসেন, তারুন্যের অহংকার ভোলা জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ জেলা আঃলীগের নেতৃবৃন্দদের কাছে।
ঘটনার সত্যতা সম্পর্কে স্থানীয় ইউপি মেম্বার রহমান হাওলাদার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক কে বলেন বারেক মেম্বার আজকে যে কাজটি করেছে তা একটি ঘৃনিত ও জঘন্য এবং বরবোরচিত আমি তিব্র নিন্দা জানাই জেলেদের গায়ে হাত দেওয়ায়।
আমি দুষিদের দৃস্টন্ত শাস্তি দাবি জানাচ্ছি।
পূর্ব ইলিশা ইউনিয়ন আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেনন জানান জেলেদের গায়ে হাত দেওয়ার কারনে তারা আজ ঐক্যবদ্ধ হয়ে পরানগঞ্জ বাজার তিন রাস্তা দখল করে ইউপি সদস্যর দ্বারা নির্যাদিত জেলেরা বিচার দাবি করেন।
তিনি বলেন আমি বিষয়টি শুনেছি এবং ঘটনার সাথে যারাই জরিত তাদের বিচার দাবি করছি এবং সাথে সাথে আমি এই নেককার লজ্জাজনক ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি।

এ ব্যাপারে বারেক মেম্বার সাথে কথা বলার জন্য ফোনে যোগাযোগ করতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।