ব্রেকিংঃ

ভোলার পূর্ব ইলিশার হাসান চেয়ারম্যানের লুট পাটের বিচারের দাবিতে উত্তাল পরানগঞ্চ চত্তর

এম জামিল হোসেন:
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান এর বিরুদ্ধে বিচারের দাবিতে উত্তাল ভোলার মধ্য টাউন উত্তর ভোলার পরানগঞ্চ বাজার চত্তর। সোমবার ১২ টার সময় সাবেক শিল্প – বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি এবং দ্বীপ জেলা ভোলার ২০ লাখ মানুষের অভিভাবক জননেতা জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি অসহায়দের জন্য আজ সকালে শাড়ি – লুঙ্গি বিতরনের উদ্দেশ্য পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ কার্যালয় যাওয়ার পূর্ব মহুর্তে অথাৎ পরানগনঞ্চ বাজার চত্তর স্থানীয় ইউপি মেম্বার রহমান ও সংরক্ষিত মহিলা আসনের স্বামী ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক বাবুলের এর সহযোগিতায় পূর্ব ইলিশা ইউনিয়নের ১০০০ হাজার লোক জন মাননীয় মন্ত্রী মহোদয়ের গাড়ি গতিরোধ করে পূর্ব ইলিশার চেয়ারম্যান হাসানের অপকর্ম ও কর্মিদের অবমুল্যায়ন ইউপি সদস্যদের নামের টাকা না দিয়ে চেয়ারম্যান নিজেই ভক্ষন করা ভিজিডি ভিজিএফ চাউল বিতরনের অনিয়ম ইউপি সদস্যদের নামের ভাগের এলজিএসপির টাকা আতৎসাত কাজ না করে ভাউচার দিয়ে বিল উত্তলন টিয়ার কাভিখার কাজ না করা অসহায় গরিব লোকের কাছে বস্ক ভাতা বিধবা টাকার বিনিময় বিক্রি, মাতৃ দুগ্ধ ভাতা পঙ্গ ভাতা ভিজিডি চাউলের কাড বিক্রি করা প্রকৃত জেলেদের চাউল না দিয়ে নিজের আত্নীয় স্বজন ও বিএনপির কর্মিদেরর মাঝে বিতরন সহ অনেক অভিযোগ তোলেন সাবেক শিল্প- বানিজ্য মন্ত্রী ৬৯ এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর কাছে। মাননীয় মন্ত্রী তাদের অভিযোগ শুনে সত্যতা প্রমান পেলে তাদের বিরুদ্ধে একশনে যাবেন বলেন আশ্বাস দিয়েছেন তিনি প্রতিবেদক তথ্য জানান স্থানীয় ইউপি সদস্যরা। পরে মাননীয় মন্ত্রী সদর আসনের এমপি সকলকে ধর্যধারন করার জন্য বলে এবং সকলকে রাস্তা ছেড়ে যাওয়ার জন্য বলেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।