ব্রেকিংঃ

ভেলুমিয়ার ইউপি সদস্য শহিদুল অবৈদভাবে বালু উত্তলনে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা

এম রহমান রুবেলঃ
ভেলুমিয়ার ২ নং ওয়াডের ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল হাওলাদার তার ক্রয়কৃত অবৈদ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তলনের মধ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল সকাল ১১ টার সময় এমন অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ড্রেজার দিয়ে অবৈদ বালু উত্তলনের প্রকাশ্য চিত্র।
ভেদুরিয়া বান্ধের পাড় ১ নং ওয়াডে তেতুলিয়া নদীতে জেবল হক চেয়ারম্যান বাড়ির অপর সাইডে ড্রেজার দিয়ে ইউপি সদস্য শহিদুল তার ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙ্গার কথা চিন্তা না করে তিনি ভেলুমিয়ার মেম্বার হয়ে ও ভেদুরিয়া ১নং ওয়াডে প্রবেশ করে তার জনবল দিয়ে প্রকাশ্য বালু উত্তলন  করে মানুষের ঘর বাড়ি   ধংশ করছে শহিদুল।     স্থানীয় ভেদুরিয়ার জনগনের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে ভেলুমিয়ার ২ নং ওয়াডে মেম্বার শহিদুল কে মুঠো ফোনে অবৈদ বালু উত্তলন সম্পর্কে ফোন করলে তিনি বলেন আমার ড্রেজারের কোন কাগজ পত্র নাই  আমি বালু উত্তলন করি এবং করবো পারলে কিছু কইরেন।
স্থানীয়দের অভিযোগে ভেলুমিয়া ফাড়ির এ এস আই নুরুজ্জান ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করতে গেলে ভেলুমিয়ার ২ নং ওয়াডের মেম্বার বেপড়ুয়া হয়ে পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে।
স্থানীয়রা জানান ইউপি সদস্য শহিদুলের নামে তার এলাকায় অনেক অভিযোগ আছে তিনি তার দলের কোন নেতাকেই মানেন না।
স্থানীয়রা জানান শহিদুল কে বালু উত্তলনে না থামানো গেলে অচিরেই ভেদুরিয়ার অনেক বাড়ি ঘড় নদীতে বিলিন হয়ে যাওয়ার সম্ভনা থাকতে পারে।
ভেদুরিয়া এলাকা বাসির দাবি মাননীয় সাবেক বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি জন নেতা জনাব তোফায়েল আহমেদ এমপি যেখানে নদী ভাঙ্গা রোধে কুটি কুটি টাকা খরচ করছে সেখানে এই ইউপি সদস্য শহিদুল তার ক্ষমতার দাটট দেখিয়ে অবৈদ ড্রেজার দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য অবৈদ ভাবে নদী থেকে বালি উত্তলন করছে।
অনুতিবিলম্বে ভোলার প্রসাশনের কাছে এলাকাবাসির দাবি বালু উত্তলনে বন্ধ করা হোক। বালু উত্তলন বন্ধ করা না হলে স্থানীয় জনগনের বিশাল ধরনের ক্ষতি সাধন হতে পারে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।