ব্রেকিংঃ

গ্রামীন জনউন্নয়ন সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নংঃ জিজেইউএস/নিঃ/ভোঃ/১৯/৪০৭৩ তারিখঃ ১৭ আগষ্ট,২০১৯ খৃীঃ

পল্লী কর্ম সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলায় ক্ষুদ্র ঋণ কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটি পিকেএসএফএর সহযোগিতায় চধঃযধিুং ঃড় চৎড়ংঢ়বৎরঃু ভড়ৎ ঊীঃৎববসবষু চড়ড়ৎ চবড়ঢ়ষব (চচঊচচ) প্রকল্প বাস্তবায়নের জন্য ভোলা জেলার প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠির সাথে কাজ করার মানষিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের মধ্য থেকে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে।

ক্রঃ
নং পদের নাম পদের
সংখ্যা বেতন বয়স শিক্ষাগত যোগ্যতা
০১ টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড)
০১ সর্বমোট ৩৮০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সর্বোচ্চ ৩৫ বছর
তবে যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি/ভেটেরিনারী/পশুপালন/ মৎস্যবিজ্ঞান বিষয়ে ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ঠ কাজে ০৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
০২ টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন)
০১ সর্বমোট ৩৮০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সর্বোচ্চ ৩৫ বছর
তবে যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান/ ফলিত পুষ্টি বিষয়ে নূন্যতম ¯œাতক ডিগ্রীধারী হতে হবে। সংশ্লিষ্ঠ কাজে ০২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
০৩ টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন)
০১ সর্বমোট ৩৮০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সর্বোচ্চ ৩৫ বছর
তবে যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে ¯œাতকোত্তর হতে হবে। তবে সমাজ বিজ্ঞান, আইন,এনথ্রোপলজি ও সমাজ কল্যাণে ¯œাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে। নূন্যতম ০৩ বছরের কমিউনিটি মোবিলাইজেশন/নেটওয়ার্কিং এ্যাডভোকেসি, রাইট বেইজড এ্যাপ্রোচ, প্রশিক্ষন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
০৪ এমআই এস অফিসার
০১ সর্বমোট ২০০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সর্বোচ্চ
৩৫ বছর যে কোন বিষয়ে ¯œাতক/ ¯œাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ঠ কাজে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
০৫ এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড)
০১ সর্বমোট ১৮০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সর্বোচ্চ
৩০ বছর যে কোন স্বীকৃত কারিগরি কলেজ/ ইনস্টিটিউট হতে ০৪ বছর মেয়াদী কৃষি/ প্রাণি/মৎস্য বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০২ (দুই) বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
০৬ এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন)
০১ সর্বমোট ১৮০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সর্বোচ্চ
২৫ থেকে ৩৫ বছর যে কোন বিষয়ে ¯œাতক/ ¯œাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ঠ কাজে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
০৭ নিউট্রিশন কাউন্সেলর ০১ সর্বমোট ১৮০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সর্বোচ্চ
৩৫ বছর সরকার কর্তৃক অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে ০৪ বছর মেয়াদী মেডিকেল এসিস্টেন্ট সার্টিফেকেট কোর্স সম্পন্ন করা গঅঞঝ বা ০৩ বছর মেয়াদী পল্লী প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ঠ কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
০৮ কমিউনিটি নিউট্রিশন এন্ড হেলথ প্রমোটর ০২ সর্বমোট ৪০০০/- ও প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী প্রার্থিকে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে। সংশ্লিষ্ঠ কাজে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থিকে অবশ্যই ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
০৯ তথ্য সংগ্রহকারী ০৩ মাসিক মোট বেতন ১৬০০০/- (চুক্তি ভিত্তিক, মেয়াদ ০২ মাস) সর্বোচ্চ
৩০ বছর কমপক্ষে ¯œাতক অথবা কৃষি/গঅঞঝ হতে ডিপ্লোমা পাশ হতে হবে।
১০ ডাটা এন্ট্রি অপারেটর ০১ মাসিক মোট বেতন ১৬০০০/- (চুক্তি ভিত্তিক, মেয়াদ ০২ মাস) সর্বোচ্চ
৩০ বছর কমপক্ষে ¯œাতক পাশ হতে হবে।

শর্তাবলীঃ

১। আগামী ০২/০৯/২০১৯ ইং তারিখ ৫.০০ টার পূর্বে আবেদনপত্র নিন্ম স্বাক্ষরকারীর বরাবর পৌছাতে হবে।
২। দরখাস্তের সাথে বায়োডাটা(মোবাইল নম্বরসহ) ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৩। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। প্রার্থীদের যোগাযোগের জন্য আবদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৪। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।
৬। অধ্যায়নরত অবস্থায় কোন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
৭। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত)
গ্রামীণ জন উন্ন্য়ন সংস্থা।
অবগতির জন্য অনুলিপিঃ
১। ————–, ভোলা।
২। উপ-পরিচালক (কৃষি), ভোলা।
৩। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ভোলা।
৪। জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা।

 

 

জনসাধারনের বিশেষ সুবিধার কথা বিবেচনা করে বিজ্ঞাপনটি জনতার বানীর পক্ষ থেকে সৌজন্যমুলক ভাব দেওয়া হল ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।