ব্রেকিংঃ

ভোলার পূর্ব ইলিশায় ভূমি দস্যু নূরে আলমের অত্যাচারে অতিষ্ট মুকবুল-আলমগীরগংরা

স্টাফ রিপোটার॥
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি, বিএনপির সিরাজ চেয়ারম্যান ভাড়া ও এএসপি আব্দুর রবের ভাই নুরে আলম পূর্ব ইলিশায় প্রভাব খাটিয়ে স্থানীয় কিছু লোভী আঃলীগ শালিশদার ও প্রশাষনকে ম্যানেজ করে একলায় আদিপত্তবিস্তার করে নিরীহ গরিব মানুষের কাছ থেকে বিনা কাগজ পত্রের মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুমি দস্যু নুরে আলমের অত্যাচারে অতিষ্ট ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জনগন।
জানাযায় এএসপির আব্দুর রবের প্রভাব খাটিয়ে প্রশাষনকে ম্যানেজ করে মানুষকে ভয় ভিতি দেখিয়ে নিরীহ মানুষগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে তাদের কাছ থেকে জায়গা জমি প্রতিনিয়ত কেড়ে নিয়ে তাদেরকে এলাকা ছাড়া করছে এই ভুমি দস্যু নুরে আলম গংরা।
ভূমিদস্যুদের মিথ্যা মামলা ও লুটপাট, হামলা, নির্যাতনে শিকার হয়ে উঠেছে নিরীহ রিক্সাচলক, আলফার ড্রাইভার, ব্যবসায়ী সমাজ।
একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী, বাগানের সুপারী, পুকুরের মাছ লুট, বসতবাড়ি থেকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ভূমিদস্যু মামলাবাজ শ্রমিকদল সভাপতি নুরে আলম গংদের বিরুদ্ধে।
এ ব্যাপারে একাধিকবার শালিশ, মিমাংসা হলেও নুরে আলম গংদের নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেন না স্থানীয় ভুক্তভোগী আলমগীর হোসেন।
বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী আলমগীর সহ স্থানীয়রা। ভুমিদস্যু নুরে আলম গংদের এহেন কর্মকান্ডে স্থানীয় জনমনে আতংক বিরাজ করছে।
সরজমিনে গিয়ে জানা গেছে, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাডুগি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন এর ৫০ শতাংশ জমি নুরে আলমগীরগংরা জোর করে নিয়ে যায়।
পরে বাদা দিতে গেলে এক পর্যায় স্থানীয় সাবেক বিএনপির চেয়ারম্যান ভুমি দস্যু নুরে আলমের ভাড়া সিরাজের সামনে হাতা হাতির ঘটনা ঘটলে চেয়ারম্যান মিমাংশার আস্বাস দেন।
জানাযায় নুরে আলম তার ভাই এএসপি আব্দুর রবের প্রভাবে এবং স্থানীয় একটি কু চক্রের ইন্ধনে জমির মালিক আমলগীর হোসেনকে মামলা ও জানে মেরে ফেলার হুমকি ও চাঁদাবাজী মামলাসহ একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে লোক সমাজে বলে বেড়ায় নুরে আলম। নুরে আলম গংদেরকে জমি থেকে চলে যেতে বললে আমলগীর হোসেনদেরকে বিভিন্ন সময় মারধর সহ বাড়ি ঘরে হামলা চালায় ভুমি দস্যু নুরে আলম গংরা।
স্থানীয়রা জানান নুরে আলমের নামে কিছু দিন আগে এক অটো ড্রাইভারকে মার ধর ও অটো ড্রাইভার নুরে আলম এর নামে মামলা দিছে।

আলমগীর হোসেন বলেন, নুরে আলম আমার জমি দখল করায় ভোলা ইলিশা ফাড়িতে একটি অভিযোগ দায়ের করেছি।
উক্ত অভিযোগে বৃহস্পতিবার বিকালে ফারিতে আশর কথা থাকলে ও নুরে আলম গংরা কাগজপত্র যোগার করতে না পাড়ায় তারা ফাড়িতে আসতে ব্যার্থ হয়।

ঘটনা স্থলে গিয়ে ভুক্তভোগী মুকবল ও মুকবলুলের আলমগীর সহ স্থানীয়রা জানাঢ ভুমি দস্যু নুরে গংরা বিভিন্ন নিরীহ মানুষের নামে শতাধিক মামলা দেওয়ার অভিযোগ আছে নুরে আলমের নামে।
এব্যাপারে নুরে আলম এর সাথে যোগাযোগ করার সময় নুরে আলম বলেন আমার ক্রয়কৃত জমি আমি নিছি আমি কারো জমি নেই নাই আমি একজন সাংবাদিক বলে পরিচয় দেয় নুরে আলম।
এদিকে নুরে আলমের নামে জংশন বাজারে ভিটে দখলের অভিযোগ আছে।
নুরে আলম ও ভুক্তভোগী আলমগীর পূর্ব ইলিশার ৪ নং ওয়াডের সোনাডুগি গ্রামের বাসিন্দা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।