ব্রেকিংঃ

ইলিশায় নিরিহ অটো চালকের বিরুদ্ধে মিথ্যা চাদাবাজী মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আধিপত্য বিস্তারের চেষ্টায় নিরিহ অটো চালকের বিরুদ্ধে মিথ্যা চাদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে ইলিশার ভুমিদস্যু নুরে আলমের বিরুদ্ধে। মামলা আতঙ্কে পালিয়ে বেরাচ্ছে ভুক্তভোগি অটো চালক নিজাম ও তার পরিবার। পুর্ব শত্রুতার জের ধরে কয়েকদিন আগে সামসুদ্দিন ও তার ভাইদের বিরুদ্ধে মিথ্যা চাদাবাজি মামলা দেয় নুরে আলম।
ঘটনা সুত্রে যানা যায় , গত রমজান মাসে ইলিশা জংশন বাজার এলাকার অটো চালক নিজামের সাথে ইলিশা জংশন বাজারের দোকানদার কালুর সাথে ঝগড়া হয়। এসময় কালু নিজাম কে মারধর করে। পরে বিষয়টি নিয়ে শালিশ হয়। শালিসের সময় কালুর দোকান ঘরের মালিক নুরে আলম পাটওয়ারির সাথে নাজিমের বড় ভাই শামসুদ্দিনের কথার কাটাকাটি হয়। পরে শালিসদারেরা উভয়কে শান্ত করে।এই ঘটনার ২দিন পর রাত ৯টার দিকে শামসুদ্দিন ইলিশা জংশন বাজারের সাগরের দোকানে গেলে নুরে আলম ও তার সহযোগী সোহাগ সহ কয়েকজন শামসুদ্দিন কে মারধর করে। পরে স্থানীয় শালিসে নুরে আলম পাটওয়ারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনায় নুরে আলম প্রতিশোধ পরায়ন হয়ে উঠে ।
গত ৯ আগষ্ট ইদ উপলক্ষে ভোর রাতের দিকে মজু চৌধুরির হাট থেকে লঞ্চ ইলিশা ঘাটে লঞ্চ আসলে যাত্রী নেওয়ার জন্য ইলিশা ঘাটে যায় অটে চালক নিজাম। এ সময় যাত্রী নিয়ে সে ভোলা শহরের দিকে আসার সময় নুরে আলমের মোটর সাইকেলের সাথে নিজামের অটের ধাক্কা লাগে । এসময় নুরে আলম উত্তেজিত হয়ে নিজাম কে মারধর করে । পরে স্থানীয়রা এসে নুরে আলমের হাত থেকে নিজাম কে উদ্ধার করে । এই ঘটনায় নুরে আলম চরম লাঞ্চিত হয়ে প্রতিশোধ পরায়ন হয়ে উঠে । ইদের পরে ভোলা সদর থানায় নিজাম ,শাসসুদ্দিন ও কামরুল এর নামে মিথ্যা মামলা দায়ের করে।
অভিযুক্ত নুরে আলমের বিরুদ্ধে কয়েকদিন আগে স্থানীয় মকবুল ও আলমগীরের জমি দখলের অভিযোগ আছে ।
মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।