ব্রেকিংঃ

ভোলায় নৈশ্যপ্রহরী ব্যাংক কর্মকর্তা মোরশেদ এর অত্যাচারে অতিষ্ট বাপ্তা ইউনিয়নের জনগন

এম রহমান রুবেলঃ
নৈশ্যপ্রহরী ব্যাংক কর্মকর্তা মোরশেদ এর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে ভোলা সদর উপজেলার পশ্চি্ম ইউনিয়নের  তালুকদার চর রাঙা মিয়ার মাছের ঘেরের পরে চরপোটকা ফারুক সহ পশ্চিম ইলিশার জনগন।
ঘটনাসূত্রে সরেজমিনে গিয়ে জানাযায় ভোলার ইলিশা কৃষি ব্যাংক শাখায় চাকরি রত নৈশ্যপ্রহরী ব্যাংক কর্মকর্তা মোরশেদ আলম এর কু কৃর্তি ও তার ব্যাংক কর্মকর্তা সেজে এলাকার নীরিহ জনগনের উপর নির্যাতনের চিত্র।
নৈশ্যপ্রহরী ব্যাংক কর্মকর্তা মোরশেদ ও তার ছেলে আলামিন এর দাপটে এলাকাবাসি অতিষ্ট হয়ে উটেছে।
নৈশ্যপ্রহরী মোরশেদ এলাকায় ব্যাংক কর্মকর্তা হিসেবে টাকার প্রভাবে এলাকায় নীরিহ মানুষের উপর নির্যাতন করে বেরাচ্ছেন বলে অভিযোগ করে ভুক্তভোগী ফারুক সহ এলাকাবাসি।
০১/০৮/১৯ ইং তারিখ সকাল ১১ টার সময় ঘটনা স্থল বাপ্তা ইউনিয়নের ০৬ নং ওয়াডে তালুকদার চর (রাঙ্গা মিয়ার মাছের ঘেরের) এর কাছে দেখা যায় বিলের মধ্যেদিয়ে বাপ্তা ইউনিয়ন পরিষদের সফল ও জনবান্ধব চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ স্থানীয় জনগনের দূর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে বাপ্তা ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান বিগত ৩ বছর আগে একটি কাচা রাস্তা নির্মাণ করে দেন।
যা পশ্চিমে মোতালেব হাওলাদারের বাড়ি পর্যন্ত বিদ্যমান বহাল আছে।
এই
কাচা রাস্তাকে ঘিরে সাধারণ মানুষ নতুন বসতবাড়ি সহ চাষাবাদ শুরু করেছেন ঠিক তখনই ইলিশা কৃষি ব্যাংক শাখার নৈশ্যপ্রহরী ব্যাংক কর্মকর্তা সেজে মোরশেদ নামক এক ব্যক্তি রাস্তার মধ্যে নিজের জমি আছে বলে দাবি করে প্রত্যেক ঘর থেকে ৫০ হাজার টাকা করে চাদা দাবি করেন।
যা ভুক্তভোগীগন দিতে অস্বীকার করে। ভুক্তভোগীগন অস্বীকার করায় কৃষি ব্যাংকের নৈশ্যপ্রহরী মোরশেদ আলম তাহার দল বল ও লোকজন নিয়ে এসে সেখানে বেড়া দিয়ে কলা গাছ রোপন করে এবং রাস্তার অস্তিত্ব বিলিন করে দেন এই ব্যাংক কর্মকর্তা পরিচয় নৈশ্যপ্রহরী মোরশেদ।
যা দেখে স্থানীয় ভুক্তভোগীরা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ কে বিষয়টি অবগত করলে ইউপি চেয়ারম্যান বিপ্লব মোল্লাহ সরেজমিনে ৬ নং ওয়াডের মেম্বার নুর ইসলামকে বললে তিনি পরিষদ থেকে মানিক চৌকিদার সহ ঘটনাস্থানে গিয়ে রাস্তায় কাটা ও কলাগাছ রোপন দেখে নিজে রাস্তা থেকে চেয়ারম্যানের নির্দেশক্রমে জনগনের হাঠাচলার সুবিধার্থে ইউপি সদস্য রাস্তা থেকে কাঠা ও কলাগাছ উঘলিয়ে ফেলে দেন।
ইউপি সদস্যর এমন উচ্ছেদ অভিযানে এলাকাবাসি আনন্দিত। এবং উচ্ছেদ অভিযান শেষে ইউপি সদস্য ও চৌকিদারগন বলেন, এই রাস্তার মালিক সরকার, এই রাস্তা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মোল্লাহ করে দিয়েছে। এই রাস্তায় বাধা দান কারি কেউ নয়। তাই এই রাস্তা নিয়ে যা করনীয় ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান ই করবে। ভবিষৎতে এমন ঘটনা চেয়ারম্যান বরদাস্ত করবে না। ইউপি চেয়ারম্যানের নির্দেশে উচ্ছেদ অভিযান সফল হওয়ার পরে
এই রাস্তায় কাটা এবং পথে বাদাধানে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কে জানানোয় নৈশ্যপ্রহরী মোরশেদ ক্ষিপ্ত হয়ে তার দলবল,আত্নীয়স্বজন, ভাড়াটে লোকজন সহ এসে ভুক্তভোগীদের হুমকি প্রদান করে এবং সবাইকে বাড়ি ঘর ছাড়া করবেন বলে হুমকি দেন ।
এলাকাবাসি ফারুক জানান চেয়ারম্যানের কথা অমান্য করে মোরশেদ তার দলবল লোকজন দিয়ে তিনি আবারো রাস্তার মাঝখানে কেটে দেন ও পথে চলাচলের বিগ্ন ঘটান এবং আমাদের বাড়িতে পল্লি বিদ্যুৎতের খাম্বা গারুম তা ও তিনি দেন এই প্রভাব শালি ব্যাংক কর্মকর্তা নৈশ্যপ্রহরী মোরশেদ।
নৈশ্যপ্রহরীর এমন কর্মকান্ডে স্থানীয় ভুক্তভোগীগন সহ জনমনে আতংকের বাসা বাদছে।,
এই বিষয় ইলিশা কৃষি ব্যাংক শাখার নৈশ্যপ্রহরী মোরশেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই জমির মালিক আমি,তাই আমি আমার জমির পথে কাটা এবং কলা গাছ রোপন করছি সেটা ইউপি সদস্য নুর ইসলাম কেন সরাইবে চেয়ারম্যানের সাথে বুজাপড়া করে আমি সরাইবো তিনি বলেন ইউপি সদস্য যেটা করছে সেটা ভালো করে নাই।
৬ নং ওয়াড ইউপি সদস্য নৈশ্যপ্রহরী মোরশের অত্যাচারের কথা স্বীকার করলেন ইউপি সদস্য নুরইসলাম।
এই বিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আঃলীগের প্রচার সম্পাদক বিপ্লব মোল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই রাস্তাটা আমি স্থানীয় জনগনের কথা চিন্তা করে আমার ইউনিয়ন পরিষদ থেকে করে দিয়েছি কিন্তু যখন শুনলাম স্থানীয় এলাকার বাসিন্দা কৃষি ব্যাংক নৈশ্যপ্রহরী মোরশেদ নিজের জমি দাবি করে মানুষের কাছে টাকা দাবি করে জোর জুলুম করে রান্তায় কাটা এবং কলা গাছ রোপন করে পথ বন্ধ করে রাখে ঠিক তখনি আমি আমার এলাকার ইউপি সদস্য নুর ইসলাম ও মানিক চৌকিদার সহ কয়েকজন কে সরেজমিনে পাঠাইলে তারা সেখান থেকে সেগুলো সরিয়ে দেয়।
পরে আবার রাস্তায় পথচারিদের বাদা দিছো কিনা আমি জানি না। তবে বিষটি হওয়ার কথা তবে হিছে কিনা বিষয়টি দেখতেছি।
ভুক্তভোগি ফারুক,শাহে আলম,আব্দুল মান্নান,আব্দুর রহমান,ফরিদ, বাবুল তারা জানান স্থানীয় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ প্রশাসনের হস্তাক্ষেপ কামনা করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।