ব্রেকিংঃ

নয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমোহনের পৌর নির্বাচন।

লালমোহন প্রতিনিধিঃ
অবশেষে ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোলার লালমোহন পৌর সভার নির্বাচন।
মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে প্রেরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের উপসচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এই তফসিল ঘোষণা করা হয়। এতে আগামী ১৪ ই অক্টোবর এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান। নির্বাচনের মনোনয়ন জমা দানের শেষ তারিখ আগামী ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫০ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৪৩, নারী ভোটার ৬৬০৭ জন। সর্ব শেষ ২০১০ সালের ১০ ডিসেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পূর্বে নতুন ৯ টি ওয়ার্ড থাকলেও বর্তমানে ১২ টি ওয়ার্ড করা হয়েছে। এরপর সীমানা নির্ধারণের মামলা চলমান থাকায় আর নির্বাচন হয়নি।

ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বলেন, সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলা থাকায় এত দিন এই পৌরসভার নির্বাচন সমাপ্ত করা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেয়ে নির্বাচন সম্পন্ন করার সকল প্রকার কার্যক্রম শুরু করা হয়েছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।