ব্রেকিংঃ

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ঃভোলায়- এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধিঃ
তানবীর আহমেদ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন ভোলা- ২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি। সোমবার সকাল ১১ টায় দৌলতখান হাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। জাতির পিতার ৭ মার্চের ভাষন ছিলো বাঙ্গালির মুক্তির সনদ। ৯ মাসে বিশ্বের ইতিহাসে কোন দেশ স্বাধীন হয়েছে এমন নজির নেই, জাতির পিতা দেখিয়েছেন সাড়ে সাত কোটি মানুষকে কি ভাবে এক করে স্বাধীনতা চিনিয়ে আনতে হয়। ৩বছর ৬ মাসের মাথায় জাতির পিতাকে হত্যা করে ওরা মনে করেছিলো বাংলার স্বাধীনতা নস্যাত করে দিবে। কিন্তু মোহান রাব্বুল আল- আমিন জাতির পিতার কন্যার হাতে দেশের অর্থনিতির সনদ তুলে দিয়েছেন। তাকে হত্যার বহু ষড়যন্ত্র হয়েছে কিন্তু মোহান রাব্বুল আল -আমিন যার সহায় তাকে কি করে শেষ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী ট্রাকের নিচের গ্রেনেড ফুটেনা যাকে আল্লা রক্ষা করে তাকে শেষ করার ক্ষমতা খালেদা নিজামি রা রাখেনা। বাংলাদেশের শিক্ষার মান উন্নতিতে পৌছেছে, বিনামূল্যে ডিসেম্বরের আগে প্রতিবছর বই তুলে দেন শিক্ষার্থিদের হাতে, মানুষ অনেক সচেতন, শেখ হাসিনা স্বপ্ন দেখেন,স্বপ্ন,দেখান এবং বাস্তবায়ন করেন। ১৬ কোটিমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বে সরকার। মানুষের জীবন যাএার মান বেরেছে,মাথা পিচু আয় বেরেছে,দৌলতখানে শত ভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন, শুধু শেখ হাসিনার জন্য। হাজিপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্ব…

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।