ব্রেকিংঃ

গুজব সৃষ্টি কারিদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। -এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধিঃ তানবীর আহমেদ

গুজব সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ভোলা -২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি। দৌলতখান উপজেলার সৌয়দপুর ইউনিয়নের আওয়ামিলীগ সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিকাল ৪ টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে এমপি মুকুল বলেন দেশ উন্নতির শিখরে অবস্থান করছে, কোন খাদ্য ঘাটতি নেই, পেয়াজের সাময়িক সংকট তৈরি করেছিলো অসাধু সিন্ডিকেট সরকারের হস্থক্ষেপে তা এখন স্বাভাবিক হওয়া শুরু করেছে। এরি মধ্য আজ খবর পেলাম লবন নিয়ে গুজব সৃষ্টি হচ্ছে অসাধু সিন্ডিকেট সংকট তৈরির চেষ্টা করছে। আমি তাদের কঠোর বার্তা দিতে চাই স্বাধীনতার ৫৭ বছরের ইতিহাসে এবার রেকর্ড পরিমান লবন উৎপাদন হয়েছে বাংলাদেশে, যারা গুজব সৃষ্টির চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা হবে। হুজবে কান না দিতে এবং লবনের দাম যদি কেউ বেসি চায় ৯৯৯ এ ফোন দিয়ে, এবং আইন সৃঙ্গলা বাহিনিকে অবহিত করতে সবার প্রতি আহবান জানান। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেএী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে জাচ্ছে উন্নয়ন শহর ছাড়িয়ে গ্রামে পৌছেগেছে।জননেএীর ঘোষনা গ্রাম হবে শহর তা দৃশ্ব্যমান। জননেএী দেশের মানুষের কথা ভাবে, তিনি দিন রাত পরিশ্রম করছেন এদেশের ১৬ কোটি মানুষের কল্যানে। নিজ অর্থায়নে পদ্মা সেতু,কর্নফুলি টানেল, ৪লেন,৮ লেন রাস্তা, শেখ হাসিনা শরকারের দ্বারাই সম্ভব। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সভাপতিত্ব করেন সৌয়দপুর ইউপি আওয়ামিলীগ সভাপতি আব্দুল মালেক মাষ্টার,বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি নাছির আহম্মদ খান, উপজেলা পরিষধ চেয়ারম্যান মন্জুর আলম খান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মামুনুর রশিদ বাবুল চৌধুরি, ভবানিপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সৌয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্র তালুকদার, সহ উপজেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ।সন্চালন করেন উপজেলা ওয়ামিলীগ প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন মহাজন। দ্বিতিয় অধিবেষনে ৭১সদশ্য বৃশিষ্ট কমিটি ঘোষনা করা হয় কাউন্সিলর ও ডেলিগেট দের সমর্থনে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।