ব্রেকিংঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৌলতখান উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগের এি- বার্ষিক সম্মেলন শেষ হয়েছে।

দৌলতখান প্রতিনিধি
তানবীর আহমেদ।
এই সম্মেলন কে ঘিরে দলের নেতা কর্মীদের আনন্দ উল্লাস কমতি ছিল না, জাগ জমক পূর্ণ ছিল প্রতিটি ইউনিয়নের কাউন্সিল। প্রতিটি কাউন্সিল আরো প্রানবন্ত করতে স্হানীয় এমপি আলী আজম মুকুল প্রতিটি কাউন্সিলে উপস্থিত ছিলেন। এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়নের কমিটি গঠন করা হয় ডেলিগেট ভোটের মাধ্যমে, এতে প্রতিটি কমিটি সচ্ছাতা পায়,এবারের ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলের মাধ্যমে দল আরো সুসংগঠিত হবে বলে মনে করেন স্হানীয় জনসাধারণ।

বাংলাদেশ অাওয়ামীলীগ দৌলতখান উপজেলা ইউনিয়ন অাওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি-সাধারন সম্পাদকের নিচে নামের তালিকা দেওয়া হল….

১নং মেদুয়া ইউনিয়ন।
………………….
১।জনাব ইঞ্জিনিয়ার মনজুর আলম , সভাপতি।
২।জনাব মোস্তফা মেম্বার , সাধারন সম্পাদক।

২ নং উওর জয়নগর ইউনিয়ন।
…………………..
১।জনাব সফিজল মিয়া , সভাপতি।
২।জনাব ইয়াছিন লিটন , সাধারন সম্পাদক।

৩ নং মদনপুর ইউনিয়ন।
………………….
১।জনাব আবু জাফর পন্ডিত , সভাপতি।
২।জনাব হাজী মোহাসিন , সাধারন সম্পাদক।

৪ নং হাজিপুর ইউনিয়ন।
…………………….
১। জনাব মোশারেফ হোসেন , সভাপতি।
২।জনাব লুৎফর রহমান , সাধারন সম্পাদক।

৫ নং ভবানীপুর ইউনিয়ন।
…………………..
১।জনাব মফিজুল ইসলাম , সভাপতি।
২।জনাব এফ,এম খায়রুজ্জামান , সাধারন সম্পাদক।

৬ নং চরপাতা ইউনিয়ন।
………………..
১।জনাব কাজল তালুকদার, সভাপতি।
২।জনাব ছলেমান পাটোয়ারী, সাধারন সম্পাদক।

৭নং সৈয়দপুর ইউনিয়ন।
……………………
১।জনাব আবদুল মালেক মাষ্টার , সভাপতি।
২।জনাব সিরাজ তালুকদার, সাধারন সম্পাদক।

৮নং চরখলিফা ইউনিয়ন।
…………………….
১।জনাব শামীম হোসেন অমি চৌধুরী , সভাপতি।
২ জনাব মোঃ বসির হাওলাদার , সাধারন সম্পদাক।

৯নং দক্ষিণ জয়নগর ইউনিয়ন।
…………………..
১। জনাব মোঃ আলতাফ হোসেন , সভাপতি।
২। জনাব মোঃ আলমগীর হাওলাদার , সাধারন সম্পাদক।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।