ব্রেকিংঃ

ভোলার পূর্ব ইলিশার যুব ফান্ডেশনের উদ্দেগ্য জেলেদের নৌকা রাখার জন্য ক্ষুদ্র খাল খনন

এম রহমান রুবেলঃ

ভোলার পূর্ব ইলিশা  যুবফাউন্ডেন নামক একটি সংগঠনের উদ্দেগ্য জেলেদের নৌকা নিয়ে নিয়ে নিরাপদে থাকার জন্য যুব ফাউন্ডশনের নিজ অর্থানায়নে একটি ১০০ মিটার খাল খননের কাজ শুরু করেছেন।

রবিবার সকাল ১০ টার সময় যুব ফাউন্ডশনের চেয়ারম্যান ও ইলিশা বাচাও নদী বাচাও আন্দলন কমিটির আহ্বায়ক স্থানীয় ঠিকাদার মোঃ আনোয়ারুল ইসলাম এই খাল খননের কাজ শুভ উদ্ধভবন করেন।এই সময় সাথে উপস্থিত ছিলেন, নদীর পাড়ে থাকা শত শত জেলে ও নৌকা গুলো।ঐখানে থাকা জেলেদের সাথে কথা বলে জানা গেছে তারা বলেন, হঠাৎ বৃষ্টি, ঝড় জলচ্ছা, বাতাস, বন্যা নদীতে পানি বেড়ে যাওয়া সহ অনেক বিষয় আমাদের জেলেদের মোকাবেলা করতে হয়।

তখন আমাদের নৌকাগুলো সহ আমাদের যাওয়ার কোন ব্যাবস্থা না থাকায় আমরা তখন নিরুপায় হয়ে পড়লে।

স্থানীয় একটি যুব ফাউন্ডশনকে বললে তারা

আমাদের জেলেদের এই দূর্ভোগের কথা চিন্তা করে যুব ফাউন্ডেশন নামক একটি সংগটন স্থানীয় ঠিকাদারদের নিজ অর্থানায়নে আমাদের জেলে পরিবারের জন্য ১০০০ মিটারের খাল খনন করে দিল এই যুব ফাউন্ডশন নামক সংগটনটি।
আমরা জেলে পরিবার তাদের এই ঋন কোন ভুলবো না। কারন আমাদের এই দূর্ভোগের কথা চিন্তা করে কোন সংগটন না আশায় যুব ফাউন্ডশন নামক এই সংগটনটি এগিয়ে আসে আমরা তাদের কাছে ঋনী।

এব্যাপারে ইলিশা বাচাও নদী বাচাও আন্দল কমিটির আহ্বায়ক আনোয়ারের সাথে কথা বললে তিনি জানান জেলেরা তাদের এই দাবি দাবার কথা আমাদের কাছে বললে আমরা আমাদের সামর্থ অনুযায়ী ১০০০ মিটার ছোট ক্ষুদ্র একটি খাল খনন কাজ করে দিয়েছি।
তিনি বলেন, জেলেদের খাল লাগবে আরো বড় পরিশরে কিন্তু তা আমাদোর পক্ষে সম্ভব না তাই আমার অনুরোধ রইল ভোলা জেলার অভিভাবক সদর আসনের এমপি তোফায়েল আহমেদ, জেলা প্রশাষক আব্দুল মমিন টুলু, তরুন নেতা মইনুল হোসেন বিপ্লব, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু
সহ জেলা আঃলীগের নেতাদের কাছে বিনিত অনুরোধ রইল জেলেদের নিরাপদের দিকে তাকিয়ে একটি সুইচ গেটের ব্যাবস্থা করে দিন যাহাতে তারা তাদের নৌকাগুলো নিয়ে বৃষ্টি, ঝড় জলচ্ছাসে নিরাপদে থাকতে পারে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।