ব্রেকিংঃ

ভোলায় চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

আকতারুল ইসলাম আকাশঃ ভোলা সদর উপজেলার চর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফোরকান রহমান, শ্রীবাস চন্দ্র দাস, বিশ্বজিৎ রাহুল প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন, আজাদ, কালাম ও আরিফ হোসেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সারাদেশের কর্মসূচী অনুযায়ী আজকে এই বই বিতরণ করা হচ্ছে। ১লা জানুয়ারী সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেয়া অত্যান্ত কঠিন কাজ। এই কাজ বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুলের জেএসসি ফলাফল দেখে আমি খুবই খুশি। এই স্কুলের শিক্ষার্থীরা খুবই মেধাবী। পড়ালেখায় তারা বেশ মনোযোগী। স্কুলের শিক্ষকদের সঠিক ও সুন্দর শিক্ষায় শিক্ষার্থীরা প্রতিবার ভালো ফলাফল অর্জন করেন।

বিদ্যালয়টিতে এবার জেএসসি পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যাঁর মধ্যে ৬২ জন শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের উদ্দিপনা সৃষ্টি হয়েছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।