ব্রেকিংঃ

ভোলার চরনোবাদে সংখ্যালঘুর ১০ কোটি টাকার জমি দখলে নিতে হামলা,ভাঙ্গচুরে কাউন্সিলর শহকতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোটার
ভোলা সদর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যে চরনোয়াবাদের সংখ্যালঘু রনজীত তালুকদারের প্রায় ১০ কোটি টাকার জমি দখলে নিতে বসত বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙ্গচুর ও মারধরের অভিযোগে ওই ওয়ার্ডের কাউন্সিলর শওকাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই পরিবারটি। ৩ জানুয়ারী ২০২০ তারিখ শুক্রবার সকাল ১১ টার সময় ভোলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রনজীত ও তার স্ত্রী শিল্পী রাণী, বৃদ্ধা মা রাণী বালা ও ছেলে অন্তর তালুকদার। তাদের লিখিত অভিযোগে বলেন, ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যে চরনোয়াবাদ এলাকায় ১ একর ৯৬ শতাংশ জমির উপর প্রায় ১ শত বছর পর্যন্ত তারা বসবাস করে আসছেন। রনজীত দরিদ্র কাঠ মিস্ত্রি হওয়ার সুযোগ নিয়ে কাউন্সিলর শওকাত ও এলাকার সোহেল তালুকদার গংরা দীর্ঘদিন ধরে প্রায় ১০ কোটি টাকার সম্পদ দখলে নিতে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে ওই পরিবারটিকে । এনিয়ে রনজীত গত ৩০ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে ভোলা অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে গত ০১-০১-২০২০ ইং তারিখে আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোর পূর্বক দখল স্থগিত রাখার নোটিশ জারি করে। যার মামলা নং- ০৩/২০১৯। রনজীতের মামলা করার কারনে গত ০২-০১ জানুয়ারী ২০ ইং তারিখ বৃহস্পতিবার কাউন্সিলর শওকাত ও তার সন্ত্রাসী বাহিনী সহ ওই পরিবারের উপর হামলা চালিয়ে বসত ঘর গুড়িয়ে দেয় এবং রনজীতকে বেধরক মারধর করে মারাত্বক জখম করে। এসময়ে তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কাউন্সিলর ও সোহেল তালুকদার সহ ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে ০২ জানুয়ারী ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ছাড়াও ওই জমির কিছু অংশ এলাকার হীরা ও জনৈক তৈল কবির দীর্ঘদিন ধরে জবর দখল করে রাখে। ১০ কোটি টাকার এই সম্পত্তি রক্ষার জন্য দরিদ্র পরিবারটি বিভিন্ন মহলে বিচার চেয়েও ব্যার্থ হয় বলে সংবাদ সম্মেলনে জানায়। তারা সংখ্যালঘু সম্প্রদায় বলে কাউন্সিলর শওকাত ওই পরিবারটির উপর নানান ভাবে অত্যাচার ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। পরিবারটি কাউন্সিলর’র নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসন সহ ভোলার উর্ধ্বতন মহলের সহায়তা কামনা করেছেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।