ব্রেকিংঃ

ভোলার শিবপুরে একটি শীর্তাত মানুষ ও শীত বস্ত্র থেকে বাদ পরবে নাঃ জনদরদী ইউনুছ

এম রহমান রুবেল : ভোলার শিবপুরের কালিকির্তী ভেরীবাদ নদীর পাড় এলাকায় শীতার্ত জেলে ও অসহায় গরিবদের মাঝে ব্যাক্তিগত কম্বল বিতরন করেন জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদ তিন বারের সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ভোলার শিবপুর ইউনিয়নের কালিকীর্তি ভেরীবাদ নদী এলাকায় ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ তার ব্যাক্তিগত পক্ষ থেকে শিবপুর ইউনিয়নে ১ হাজার ৫০০ শত কম্বল দুস্থ অসহায় জেলে, বেদে, গরিব শীতার্তদের মাঝে বিতরন করবেন।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার কালিকির্তী ভেরীবাদ এলাকায় অসহয় দুস্থ গরিবদের মাঝে ৫০০ শত কম্বল বিতরণ করে তিনি ঢাকায় চলে যান।

অবশিষ্ট কম্বলগুলো তিনি তার ঢাকার ব্যাক্তগত কাজ শেষ করে পরে শীর্তাতদের মাঝে বিতরন করবেন বলে জানান তিনি।

এসময়, উপস্থিত ছিলেন, উপজেলা ত্রান কর্মকর্তা পিআইও জিয়াউদ্দিন জিয়া, শিবপুর ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আকবর হেসেন, মাইন উদ্দিন মেম্বার, কামাল মেম্বার, ছাত্রলীগ, যুবলীগ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

কালিকীর্তি নদীর পাড় ভেরীবাদ এলাকায় কম্বল পেয়ে এক অসহায় গরিব বৃদ্ধ হাদিস মাঝি বলেন, খুব শীত করতেছিল গায়ে দেওয়ার মতন কোন শীত বস্ত্র বলতে কিছু ছিলনা আমার। এই শিবপুরের একসময় জনদরদী মরহুম ইব্রাহিম চেয়ারম্যান এর ছোট ভাই ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ আমাগোরে একটি করে কম্বল দিয়া গেছে আমরা আল্লার কাছে দোয়া করি এই মহান নেতা ও জনদরদী জনবান্ধব পরউপকারি শিবপুরের কির্তি সন্তান ও ভোলা সদর উপজেলা বাসির সকলেরই প্রিয় এবং আমাদের শিবপুরের গর্ব ইউনুছ এর জন্য।
কম্বল বিতরন শেষে তিন বারের সফল উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ বলেন, ভোলার শিবপুরে কম্বল বিতরন শুরু হয়েছে এবং ইউনিয়েনের প্রতিটি এলাকায় ধারাবাহিক ভাবে শীতার্থদের মাঝে পর্যায় ক্রমে কম্বল বিতরন করা হবে।

এই শীতে সাধারন সুস্থ-অসহায় মানুষ গুলো যেনো শীতে কষ্ট না পায় সেজন্য আমি আমার নিজ উদ্দেগ্য শীর্তাত মানুষগুলোর পাশে থাকবো।
শিবপুরের একটি শীর্তাত মানুষ ও যেন শীতে কস্ট না পায়। তিনি আরো বলেন, সব সময় অসহায়দের পক্ষে ছিলাম আছি এবং ভবিষৎ সবার পাশে থাকবে ইনশাল্লাহ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।