ব্রেকিংঃ

ঢাকা অফিসার্স ক্লাবে জমকালো আয়োজনে তিয়ানের বিবাহত্তোর সংবর্ধনা

এম রহমান রুবেলঃ

 

ভোলা জেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ভোলার কাচিয়া ইউনিয়ন পরিষদ থেকে একাধিক বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান দ্বীপ জেলা বাসির প্রিয় ও ভালোবাসার একটি পরিচিত নাম আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব।
ভোলার সকলের প্রিয় জনপ্রিয় নকিব চেয়ারম্যানের একমাত্র কন্যা আফিয়া ইসলাম তিয়ানের বিবাহ অনু্ষ্টান ঢাকার বেইলী রোড অফিসার্স ক্লাবে অনুষ্টিত হয়।
অনুষ্টানটি ১০ জানুয়ারি শুক্রুবার সন্ধা শুরু হয়।
নকিব চেয়ারম্যানের মেয়ের দাওয়াতে দেখা গেছে নকিব চেয়ারম্যানের জনপ্রিতা কত তা বলার অপেক্ষা ছিল না সর্ব স্থরের নেতা কর্মি ও সাধারন মানুষের ঢল ও ভোলায় গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এবং দলমত নির্বিশেষে সব দলের রাজনীবিদ দের উপস্থিতি অনুষ্টানটি আরো প্রানবন্ত করে তোলে।
বিবাহউত্তর সংবর্ধনা ঢাকায় হওয়া সত্তে ও অফিসার্স ক্লাবটি ছিল ভোলার মানুষের পদচারনায় মুখরিত।
ভোলা সদরের এমন কোন নেতা কর্মি ও সাধারনের অনুষ্টান মানুষের যাওয়ার কমতি ছিল না।

দলের জন্য যে কিছু করেছেন ভোলার জনগন যে তাকে ভালোবাসেন তারই প্রমান পেয়েছেন চেয়ারম্যান নকিব কারন তাকে যে ভোলার জনগন ভালো বাসেন তা ভোলা থেকে ঢাকার অফিসার্স ক্লাবে শীত উপেক্ষা করে অংশগ্রহন করায় প্রমানিত হলো।

১০ জানুয়ারি দিনটি ছিল একটি ভোলার নেতা কর্মি ও সাধারন জনতার একটি মিলন মেলা দিনটি ভোলার মানুষের জন্য স্মরনীয় হয়ে থাকবে।
আফিয়া ইসলাম তিয়ানের বিয়েতে অংশগ্রহন করতে ভোলা জেলার সকল সাংবাদাকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভোলার জনপ্রিয় চেয়ারম্যান নকিব এর মেয়ের বিয়েতে ভোলার এত লোক অংশগ্রহন করায় চেয়ারম্যান আবেগে উৎপল্ল হয়ে পড়েন এবং তিনি অত্যান্ত খুশি হন।
তিনি বলেন,আমি এত দিন নেতার নির্দেশে কর্মিদের জন্য যা করেছি তা আজ আমার ভালোবাসার প্রমান আমি পেয়েছি।
ঢাকা বেইলী রোডস্থ অফিসার্স ক্লাব কতৃপক্ষের সুত্রে জানা যায় এ যাবৎকাল এই ক্লাবে যত বিয়ের অনুষ্টান হয়েছে তার মধ্যে এই বিয়েটা স্মরন যোগ্য কেন না এই বিয়েতে অতিথি ও এলাকার সকল দাওয়াতি লোক স্বঃস্পত ভাবে অংশগ্রহন করেছেন।

যাদের অংশগ্রহনে অনুষ্টানটি আলেকিত হয়েছে তার মধ্যে বাংলাদেশের জীবন্তকিংবদন্তী ৬৯ এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব সাবেক প্রেসিডিয়াম সদস্য, ৬৯ এর মহানায়ক, সাবেক শিল্প- বানিজ্য মন্ত্রী ভোলার ২২ লাখ জনতার অভিভাবক ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ, ঢাকা সুপ্রিম কোট আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড, ইউসুফ হোসেন হুমায়ুন, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলি আজম মুকুল, ভোলার কৃতি সন্তান বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন সচিব, স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত সচিব মেজবাউদ্দিন, ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার সেলিম রেজা, বিটিভির বার্তা প্রধান নাছির উদ্দিন,ভোলার সাবেক ডিসি মোহান সেলিম উদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত চিপ ইঞ্চিয়ার আব্দুস সবুর, ঢাকাস্থ সরকারি আলমা, ব্যাবসায়ীবৃন্দ, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন সহ জেলা আঃলীগের অংসগঠনের সকল নেতৃবৃন্দ, উকিল, ব্যাংকার, ব্যাবসায়ী, আত্নীস্বজন, বন্ধু বান্ধব, ১৩ ইউনিয়নর চেয়ারম্যান, সচিব, মেম্বার, আঃলীগের সভাপতি সম্পাদক ও পৌর সভার কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রবিন সাংবাদিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, প্রেসক্লাব সাবেক সম্পাদক সামসুল আলম মিঠু,যুগান্তর প্রতিনিধী অমিতাভ অপু, ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধরি তুহিন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, সম কন্ট ডট কমের সম্পাদক আলামিন শাহরিয়া, নিউনেশন প্রতিনিধি আব্দুস সহিদ তালিকদার, দৈনিক আজকের ভোলার নির্বাহি সম্পাদক এড শাহাদাত হোসেন শাহিন, সমকাল প্রতিনিধি নাছির উদ্দিন লিটন, ইকুশে টিভির প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু,মাছরাঙা টিভির প্রতিনিধি হাসিব রহমান, যমুনা টিভির প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, ভোলা নিউজের সম্পাদক এড, মনিরুল ইসলাম, ৭১ টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, গাজি টিভির প্রতিনিধি হেলাল উদ্দিন, ২৪ প্রতিনিধি আদিল হেসেন তপু, জনতার বাণী ডট কমের সম্পাদক এম রহমান রুবেল, ভোলার বাণীর প্রতিনিধি ইয়ামিন,আরিফ, জামিল, ওমর,এরশাদ, সফিক,হোসেন প্রমুখ

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।