ব্রেকিংঃ

ভোলা কালিনাথ রায়ের বাজারস্থ শ্রী শ্রী লক্ষী গৌবিন্দ মন্দির কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

এইচ এম হারুন শাহ
ভোলা পৌর ৫ নং ওয়াড শ্রী শ্রী গৌবিন্দ মন্দির কমিটি ও জেলা প্রশাসক কার্যালয়ে থেকে বিভিন্ন সময় মন্দিরের নামে বরাদ্ধ এনে
কাজ করায় পূরানো কমিটির সভাপতি কে পূনরায় আবার কমিটিতে আনতে হঠাৎ মন্দিরের ভিতরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
১৭/০১/২০ ইং তারিখ সকাল ১১ টার সময় শ্রী শ্রী মন্দিরে আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে মন্দিরে বসে নতুন ভাবে কমিটি করতে গেলে সাবেক কমিটির সভাপতি সমির কান্দি দাসের নেতৃত্বে একদল বহিরাগতরা মন্দিরের ভিতরে ডুকে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যর উপর হামলা করে।
আহ্বায়ক কমিটির সদস্যদের উপর হামলা করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
তার কয়েক মিনিটের মধ্যে স্থানীয় কাউন্সির ইফরানুর রহমান মিথুন মোল্লাহ, ভোলা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মনির মিঝি ও ৪ নং ওয়াডের কাউন্সির প্রার্থী মিজানুর রহমান মিজান ঘটনাস্থল এসে সবাইকে উত্তেজিত থেকে বিরত রেখে উভয় পক্ষ কে যার যার স্থানে পৌছে দেন।
এই সময় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।
এদিকে সাবেক সভাপতি সমির দাসের সাথে কথা বললে তিনি জানান, বর্তমান আহ্বায়ক কমিটি অযোগ্য ও ব্যর্থ কারন তারা এই মন্দিরের উন্নয়নের নাম করে জেলা প্রশাসক কার্যালয় থেকে বিভিন্ন সময় বরাদ্ধ এনে কাজ না করায় তাদের প্রতি তাদের কর্মিরা ক্ষিপ্ত হয়ে একটু হাতা হাতির ঘটনা ঘটায়।

এদিকে বর্তমান কমিটির আহ্বায়ক কার্ত্তিক ভরাদাজ এর জানান, সাবেক কমিটির সভাপতি বর্তমান নতুন কমিটিতে আশার জন্য বহিরাগতদের নিয়ে কমিটি বন্ধ করার জন্য আজকের এই অনাকাঙাখিত ঘটনা ঘটায়।
সাবেক কমিটির সাধারন সম্পাদক মিন্টু লাল জানান, বর্তমান আহ্বায়ক কমিটির তিন মাস অতিক্রম হলেও আহ্বায়ক কার্ত্তিক ভরদাজ ও সদস্য সচিব প্রান গোপাল দার কারনে কমিটি দিতে ব্যর্থ হয় আহ্বায়ক কমিটি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।