ব্রেকিংঃ

সেবার মানুষিকতা নিয়ে কাজ করুন বয়স্ক ভাতার কাড যাচাই-বাছাইতে উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন

এম রহমান রুবেলঃ
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ মাঠে উম্মক্তভাবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধদের লাইনে দাড়িয়ে প্রাপ্তকারিদের কাছ থেকে আইডি কাড সংগ্রহ কার্যক্রম অনুষ্টিত হয়েছে।

১৫/০২/২০ ইং তারিখে সকাল ১০.০০ টার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সহযোগিতায় কার্যক্রম শুরু হয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কূমসূচির অধিনে ২০১৯-২০ অর্থ বছরের ৯০ জন বয়স্ক, ৬৫ জন বিধবা ও ৭৫ জন প্রতিবন্ধি সহ ২২০ জনকে ভাতা প্রধান করার লক্ষ্যে পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ মাঠে উম্মক্ত ভাবে প্রাপ্তিদের লাইনে দাড় করিয়ে প্রাপ্যদের কাছ থেকে ভোটার আইডি কাড সংগ্রহ করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন মশু।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ ছগির মাস্টার, সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হহারুনুর রশিদ হারুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখর বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ উদয় কুমার দে, মোঃ শাহেদ সজিব সহ স্থানীয় মেম্বার সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু বলেন,যাদের বয়ষ হয়েছে, যারা কোন কাজ কর্ম করতে পারেন না, যাদের স্বামি নেই সেই সমস্ত প্রাপ্তিদেরকে যাচাই বাছাই করে প্রাপ্তির মাঝে ভাতার কাড বুজিয়ে দিব আমরা। যেহেতু অসহায় কাড বিতরনে কোন দূর্নীতি না হয়।
তিনি বলেন, ভোলা সদরে কোথায় যেন কোন রকমের দূর্ণীতি না হয় তার কারনে আমি ১৩ টি ইউনিয়নে গিয়ে যারা প্রাপ্য তাদের মাঝেই কাড বিতরন করবো।
পরিষদ মাঠে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতার কাড যাচাই বাছাই শেষে বলেন,সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে যেহেতু বঞ্চিতারাই যেন কাডটি পান।
আমি বেচে থাকতে কোন অনিয়ম হতে দিব না। যারা পাওয়ার অধিকার তারাই পাবে ইনশাল্লাহ।
অনিয়ম হলে আমাকে সরাসরি জানাবেন আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিবো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।