ব্রেকিংঃ

ভয়াবহ মেঘনা পাড়ি দিয়ে ভাতা নিতে নৌকাযোগে ভোলায়

এম রহমান রুবেলঃ
সরকার যখন ঘোষনা করেছেন কোন অবহেলিত এবং কোন দরিদ্র মানুষ ভাতা থেকে বাদ পড়বে না তখন সেই কথা চিন্তা করে প্রতিটি ইউনিয়ে গিয়ে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়গন ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে প্রাপ্তকারিদের কাছ থেকে উম্মুক্তভাবে তাদের কাছ থেকে ভাতার কাড গ্রহন করেন এবং ভাতা পায়িয়ে দেওয়ার ব্যাবস্থা করেন।
ভাতা প্রাপ্তকারিদের দাবি সরকার যদি তাদের বৃদ্ধা ও অসহায়ত্বের কথা চিন্তা করে তাদের নিজ নামে হিসাব খুলিয়ে তাদের হিসেব একান্ডে টাকা দিয়ে দিতেন তাহলে অসহায় দরিদ্র জনগনগুলো কস্ট করে নদী পাড় হয়ে মৃত্যুকে আঙ্গিগন করে ভাতার কাড নিতে নদী পাড় হয়ে এতগুলো মানুষ ভয়াবহ মেঘনা দিয়ে আসতে হতো না।
তাই তারা সকারের কাছে দাবি করেন, আমাদের জন্য এতকিছু করেছেন এখন আমাদের ভাতার কাডটি ব্যাংক একান্ডের মাধ্যমে দেওয়া হোক।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।