ব্রেকিংঃ

ভোলার চরনোবাদে সরকারি জমিতে জোরপূর্বক ঘর উত্তলনের অভিযোগ।

স্টাফ রিপোটারঃ
ভোলা পৌর সভার চরনোবাদ ৪নং ওয়াডে সরকারি জমি ডিসিআর না কেটে জোরপূর্বক নির্মল চন্দ্র ঘোরামির বাসার সামনে দিন দুপুরে ঘর তোলার অভিযোগ উঠে চরনোবাদ ৪ নং ওয়াডের বাসিন্দা মাঝি বাড়ির পার্থ সারথির বিরুদ্ধে।

নির্মল চন্দ্র ঘোড়ামী বলেন, ২০০৪ সালে আমরা ভোলার ভূমি অফিস থেকে সরকারি খাস ৬ শতাংশ জমি পার্থ সারথির সাথে লিস নেই।
৬ শতাংশ জমির ৩ শতাংশ জমি আমরা আর বাকি ৩শতাংশ জমি পার্থ সারথি লিস নেয়।গত ২বছর আগে পার্থ সারথি এই ৬শতাংশের দের শতাংশ জমি  পার্থ সারথির বোন গায়োতির  নামে রেকট করিযে নেয়।
রেকট করার সুবাদে পার্থ সারথি এই সরকারি ৬ শতাংশ জমি জোরপূর্বক ভাবে দখলে নেওয়ার চেষ্টা করে।

পার্থ সারথি সরকারি চাকরি করায় বিভিন্ন ভাবে নির্মল চন্দ্র ঘোড়ামি ও শ্যামল চন্দ্র ঘোরামির পরিবারকে হুমকি দিতে থাকে।

একপর্যায়ে গত  বৃহস্পতিবার পার্থ সারথি ঘর উত্তোলন করতে গেলে নির্মল চন্দ্র ঘোড়ামিরা বাধা দেই।

স্থানীয়রা বলেন, অনেক বছর ধরেই সরকারি খাসজমি  নির্মল চন্দ্র ঘোড়ামি পরিবারের বাসার সামনে হওয়ায় তারা ব্যাবহার করে আসছে বলে জানান এলাকাবাসী।

নির্মল জানান আমার বাসার সামনে জমিটি থাকায়  ৩শতাংশ জমি আমরা ভোগ দখল করে আসছি।

গত ১১/০৩/২০ ইং তারিখ  রাতের আধারে  পার্থ সারথি এই জমি দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে।

নির্মল চন্দ্র ঘোড়ামি জমিটিতে পার্থ সারথিকে ঘর তুলতে বাধা দেয়।

বাধা না মেনে ঘর তুলতে চেস্টা চালালে নির্মল ঘোড়ামিরা ভোলা থানায় অভিযোগ করলে পুলিশ সরেজমিনে গিয়ে ঘর উত্তলন বন্ধ এবং মালা মাল সরিয়ে নিতে বলেন।

পার্থ সারথি জমি দখল করতে আসলে নির্মলের আত্মীয়-স্বজনেররা বাধা দিতে থাকে এবং খবর পেয়ে ভুমি অফিসের নাজির ইউসুফ সরেজমিনে গেলে এক পর্যায়ে ঘর উত্তোলন বন্ধ করে পার্থ সারথি।

নির্মল আরো বলেন পার্থ সারথি তজুমুদ্দিন এজি অফিসের অডিট বিভাগ শাখায় চাকরি করার সুবাদে বিভিন্নভাবে টাকার গরমে হুমকি ধামকি দিয়ে আসছে পরিবারকে।

এ বিষয়ে পার্থ সারথির সাথে কথা বলতে গেলে তিনি বলেন এ জমি সরকারি কোন খাস জমি নয়।
এটা আমাদের ক্রয় কৃত সম্পত্তি আমাদের কাছে জমির দলিল আছে।

ভোলা সদর সহকারি ভুমি অফিসের নাজির ইউসুফ জানান আমাদেরকে জমির কাছ থেকে খবর দিয়েছে যে সরকারি খাস জমিতে সরকারি কোন কর্মকর্তাকে না জানিয়ে ঘর উত্তলন করার চেস্টা করে।

আমরা খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তলনে বাধা দেই। পার্থ সারথির স্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি  বিষয়টি এরিয়ে ঘটনা স্থল থেকে সরে যান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।