ব্রেকিংঃ

ভোলায় সাংবাদিক কে পিটালেন ইউপি চেয়ারম্যান পুত্র নাবিল

এম রহমান রুবেল
ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরি কে পিটালেন ইউপি চেয়ারম্যান জসিম এর পুত্র নাবিল।

সাংবাদিক সাগর চৌধরীকে ফাটাকেস্টের একশনে মেরে এ ঘটনার ভিডিও ধারণ করে তা আবার ফেসবুকে লাইভ করে সেটি আবার এফবিতে প্রচার করেছেন তিনি।

মঙ্গলবার সকাল ৯ টায় বোরহানউদ্দিন রাজমনি সিনেমা হলের সামনে আটক করে অতর্কিত ভাবে হামলা চালিয়ে সাংবাদিক সাগর চৌধুরীকে গুরুতর আহত করে।
এ ঘটনায়, ভোলার সাংবাদিক এবং অনলাইন এডিটরস কাউন্সিল ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষে আবুল কালাম আজাদ ও মাহমুদ হোসেন মোয়াজ্জেম উদ্বেগ প্রকাশ করেছেন।

সেই সাথে হামলাকারী নাবিলকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তারা।

জানা যায়, গরিবের নামে বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করে নেয়ায় ওই চালের ঘটনাটি উপজেলা নির্বাহি অফিসার কে সাংবাদিক জানালে এঘটনায় ক্ষিপ্ত হয়ে ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীকে মোবাইল চোর ও ছিনতাইয়ের অপবাদ দিয়ে দিনদুপুরে ফাটাকেস্টের একশনে মারধর করে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল।

এ ঘটনায় নির্যাতিত সাংবাদিক বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ সাংবাদিকদের মামলা নিতে নাখচ করে দিলেন।
তবে বোরাহানউদ্দিন থানার ওসি এনামুল হোসেন বলেন, সাংবাদিক সাগর চৌধুরি থানায় এসেছিল তাকে চিকিৎসার জন্য বোরাহানউদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে চেয়ারম্যান পুত্র নাবিলের বিচারের দাবিতে উত্তল ভোলার সাংবাদিক, সচেতনমহল ও সর্বস্থরের জনমনে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।