ব্রেকিংঃ

ভোলার মুচি পট্রিতে হাহাকার খাদ্য সামগ্রীর আশ্বাস ইউএনও মিজানুর রহমানের

এম রহমান রুবেলঃ
সারা পৃথিবীতে যখন করোনার আক্রমনে আক্রান্ত মানুষ তখন এর আক্রমনের ছোয়া বাংলাদেশকে ও রেহাই দেইনী এই করোনা ভাইরাস।

তাই সরকার করোনার আক্রমন থেকে সর্ব সাধারনকে ঘরে থাকার জন্য নির্দেশ দিলেও তা মানতে নারাজ ভোলার নিম্ন আয়ের দিনমজুর হতদরিদ্র অসহায় মুচি পরিবারগুলো।

তারা জানান, আমরা যদি ঘরে বসে থাকি আমাদের ছেলে, মেয়ে, মা, বাবা, আত্নীয়স্বজনদের কে খাওয়াবে।

তাই তার জানান পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য করোনার আক্রমনকে অতিক্রম করেও মৃত্যুকে ভয় না করে সরকারি কোন সাহায্য না পেয়ে কাজ করতে আসি আমরা রীতিমত।

আজ মুচি পট্রির পাশ দিয়ে আমি সাংবাদিক এম রহমান রুবেল যখন তাদের এই পথ দিয়ে অতিক্রম করার সময় এক মুচি আমাকে ডেকে বলে ভাই আপনিরা তো সাংবাদিক আপনিরা তো অনেক নিউজ করেন আপনিরা আমাদের বিষয়টা নিয়ে একটু লিখেন হয়তো আপনার লিখা প্রশাসনের চোখে পড়লে আমরা খাবার সামগ্রী পেতে পারি।
তাই মুচি পরিবারের হৃদয়ের কথা ভোলায় সদর উপজেলায় নতুন যোগদানকৃত অসহায় হতদরিদ্র পরিবারগুলোর আপনজন ভোলা সদর উপজেলা নির্বাহি কর্কমর্তা মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়কে বিষয়টি অবগত করলে তিনি আশ্বাস দেন আজকে আমি একটু ব্যস্ত কালকে ০৬/০৪/২০ ইং তারিখ তাদের বিষয়টি বিবেচনা করবো ইনশাল্লাহ আপনি তাদেরকে বলে দেন। তখন আমি তাদেরকে ভোলা সদর ইউএনও মহোদয়ের কথা জানিয়ে দিয়েছি।

খুশির সংবাদটি তাদেরকে জানালে তাদের চোখে পানির ঝলমল টলটলো পানি দেখতে পাই।
তারা তখন দু হাত তুলে প্রার্থনা করতে থাকেন পরম করুনাময়র কাছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।