ব্রেকিংঃ

ভোলার দৌলতখানে অপপ্রচারের প্রতিবাদে ভাইস- চেয়ারম্যান এর সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষধ ভাইস- চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া।
সোমবার বেলা ৩ টা ৩০ মিনিটে দৌলতখান প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন একটি পক্ষ সম্পূর্ন উদ্দ্যেশ্ব প্রনদিত ভাবে তার বিরুদ্দে অনলাইন টিভিতে অপপ্রচার চালাচ্ছে। গত ০২-০৪ উওরজয়নগর ইউনিয়নে জমিজমা নিয়ে কথা কাটা কাটির প্রেক্ষিতে মারা মারি হয়। দির্ঘ দিন ঐ জমি নিয়ে বিবাদমান দুটি পক্ষের মধ্যে মামলা চলে আসছে,যা মোহামান্য হাইকোটে বিচারাধিন। বহু বার শালিশি বৈঠক হয়েছে কিন্তু শুরাহা হয় নি। ঐ তারিখে শালিশিতে আমি উপস্থিত ও ছিলাম না এবং মারা মারির বিষয় টি আমি জানিনা অথছ বলা হচ্ছে আমি শালিসিতে ছিলাম এবং আমার নির্দেশে মারধর করা হয়েছে। থানার অভিযোগ দাখিলের পর নাকি তদন্ত অফিসারকে আমি প্রভাবিত করেছি যা মিথ্যা। জয়নগর এলাকার ফারুক গং দের সাথে বিরোধ আকবর সর্দার দের জাতে আমার কোন সংপিক্ততা নে। কেনো ফারুক গংরা আমাকে জরিয়ে ফেইসবুক,ও অনলাইন টিভিতে অপপ্রচার করছে তা বুঝতে পারছিনা। আদালতে বিচারাধিন মামলা ব্যাপারে শালিসি করার কোন যুক্তি কতা নেই, এবং আমি করিও নি। আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অপপ্রচারের। ঐ ওয়ার্ড ইউপি সদশ্য যানান ঐ দিন শালিসিতে উপজেলা পরিষধ ভাইস- চেয়ারম্যান উপস্থিত ছিলেন না, তদন্ত কর্মকর্তা এস,আই জিন্নত আলী বলছেন ভইস- চেয়ারম্যান সাহেব কারো পক্ষ হয়ে আমার সাথে কোন কথা বলেন নি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।