ব্রেকিংঃ

ভেলুমিয়ায় নব্য আঃলীগের সন্ত্রাসী তান্ডবে রিক্সাচালকের ঘর কুপিয়ে তছনস

এম রহমান রুবেলঃ
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বান্ধের পাড় সংলগ্ন টুনচর গ্রামে দিনমজুর সেলিমের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর ও জোরপূর্বক জমি দখল করে স্থানীয় ভেলুমিয়ার নব্য আঃলীগের সন্ত্রাসী তান্ডবে রিক্সাচালকের থাকার ঘরটিকে কুপিয়ে তছনস করার অভিযোগ উঠে স্থানীয় মজু মাতব্বর গংদের বিরুদ্ধে।

রবিবার সকালে ভেলুমিয়া টুনচর গ্রামে এ হালমার ঘটনাটি ঘটে।
নব্য আঃলীগের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন, বিবি হাওয়ানুর বেগম, সেলিমের ছেলে জাফর হোসেন,মহিউদ্দিন হোসেন।

হামলার শিকার সেলিম অভিযোগ করে বলেন, বেশ কয়েক বছর ধরে এই জমি আমরা দখলে রয়েছে।
ক্রয় সূত্রে জমির মালিক আমরা মজু মাতব্বর ভুয়া কাগজ বানিয়ে এই জমিন তার বলে দাবি করে আসছেন। কিন্তু তার এই দাবি অযুক্তিক।
এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গরা শালিশের মাধ্যমের দলিল দেখে জমি আমাকে তারা বুঝিয়ে দেওয়া দেন।

গত বছর জমি নিয়ে আমার সাথে আমার বিরুদি পক্ষের সাথে বিরোধ হলে আমি মাননীয় নেতা ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ মহোদয় কে বিষয়টি অবগত করলে তিনি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে আমার জমিটি আমাকে বুজিয়ে দিতে বলেন, তখন তারা আমার ভিটের জমিটি বুজিয়ে দিয়েছেন।

সকালে আমি আমাদের ক্রয় কৃত জমিতে মাটি কাটতে গেলে এক সময়ের বিএনপির কুখ্যত সন্ত্রাসী বর্তমান নব্য আঃলীগ মজু মাতব্বর ও তার ছেলে জসিম,আলি একাব্বর,মাওলানা বশির,মাওলানা মিজানসহ তার আত্মীয়-স্বজনরা মিলে আমার ঘরবাড়ি ভাঙচুর করে।

এ সময় ঘরে থাকা আমার পরিবারসহ ছেলেদের উপর হামলা করা হয়।
এতে আমার পরিবার তাদের সন্ত্রাসী তান্ডবের লাটি সোডা দা, বটির, আঘাতে শিকার হয়ে আহত হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় মজু মাতব্বর ও ছেলেদের হাত থেকে প্রানে বেচে যাই আমরা।

হামলার ঘটনায় মধু মাতব্বরের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, অনেক আগে থেকেই জমির মালিক আমি ও আমার ভাগিনা।
সকাল থেকে সেলিম জমিতে মাটি কাঁতটে গেলে আমরা বাধা দেই।এতে সেলিমের সাথে আমাদের কথার কাটাকাটি হয়ে এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে।

এই ঘটনায় ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির আইসি বলেন, তদন্তেরর জন্য ঘটনাস্থলে এসআই সমের আলী ঘটনা তদন্ত করতে গেছে। তিনি বলেন বিষয়টি আমরা তদন্ত করেছি।
অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

এদিকে নাম প্রকাশে অনিশ্চিক স্থানীয়রা বলেন, মজু মাতব্বরের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। জমির ভূয়া কাগজ বানিয়ে অসহায় হতদরিদ্র দিনমজুর মানুষের জমি জোরপূর্বক দখল করে।
আর জমি দখলে বাঁধা দিলে চলতে থাকে মজু মাতব্বরের সন্ত্রাসী তান্ডবে। সন্ত্রাসী তান্ডবে অসহায় হয়ে পড়েন এলাকার শ্রমজীবী মানুষেরা।মজু মাতব্বের টাকার কাছে অসহায় হয়ে পড়েন দিনমজুর এই মানুষগুলো।
কিছু হলেই মানুষকে মামলায় জরিয়ে দেন আর বলেন, তোদের সাথে মামলায় বুজবো।
মনজু মাতাব্বর গংরা টাকার গরমে মানুষের মানুষ মনে করেন না ভেলুমিয়া নামক টুংচর নামক এলাকায়।
তার নব্য আঃলীগের ক্ষমতার দাপটে অসহায় সেখানকার নিম্ন আয়ের দিনমজুর মানুষগুলো।
স্থানীয়রা জানান শ্রমজীবিদের কান্নার আওয়াজ ভেলুমিয়া বাসি ছাড়া কেউই দেখে না।
মনজু মাতাব্বর গংদের অত্যাচারে অতিস্ট এলাকাবাসি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।