ব্রেকিংঃ

ভোলার মনপুরায় ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি, পুলিশ হেফাজতে যুবক।

আমজাত হোসেনঃ

ভোলার মনপুরা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে শ্রীরাম চন্দ্র নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে Monpura Fish নামের ফেসবুক আইডি থেকে তার রাসুল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় স্ট্যাটাস শেয়ার করা হয়। শ্রীরাম উপজেলার মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুলাল চন্দ্রের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীরাম চন্দ্র নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Sriram থেকে নবী করিম (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস শেয়ার করে। এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে স্ট্যাটাসেন স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনায় শ্রীরাম চন্দ্রের বিচার দাবি করে মনপুরা চৌমহনী বাজারে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যায় সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা। চৌমহনী বাজারে বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা। তারা ঘটনার সত্যতা যাচাই করে শ্রীরাম চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মনপুরা থানার কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীরাম নামে এক যুবক ফেসবুকে নবী (সাঃ) নিয়ে অাপত্তিকর স্ট্যাটাস শেয়ার করে। এতে এলাকার তৌহিদী জনতা ক্ষেপে উঠে। অামরা তাকে গ্রেপ্তার করেছি। এলাকায় পুলিশ সোতায়েন রেখেছি। বর্তমানে সে আমাদের হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।