ব্রেকিংঃ

মানবতার ফেরিওয়ালা ভোলার এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধি তানভীর আহমেদ।

সংসদ সদস্য তো দূরের কথা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গেই এদেশে মানুষের দূরত্ব যোজন যোজন। যিনি যখনই নির্বাচিত হন, ক্ষমতায় আসীন হয়েই ভুলে যান ভোটারদের অবদান। এটা নতুন নয়, নিত্য ঘটনা। দিন দিন তাই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে নেতাদের কাছ থেকে।

অবশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর কর্মীবান্ধব নেতার দেখা মিলেছে ক’জন। বঙ্গবন্ধুর পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য বাবার আদর্শ লালন করে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। যেখানেই যান তিনি কর্মী বা সাধারণ ভোটারকে বুকে আগলে রাখেন। এমন দৃষ্টান্ত অন্য নেতাদের মধ্যে খুব কম।

করোনা মহামারীর দূর্যোগে যেখানে মানুষের অসহায়ত্ব কথা শুনলেন সেই বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। সোশ্যাল মিডিয়ায় তার কর্মের স্থিরচিত্র দেখে উচ্ছ্বসিত প্রশংসা সাধারণ মানুষ।
মাসের পর মাস বছরের পর বছর তিনি মানবসেবা দিয়েছেন। যেখানে অসহায় মানুষ মুখথুবড়ে পরে সেখানেই এমপি মুকুল জনপ্রিয় নেতা, মুরুব্বীরা ছেলে বলে সম্বোধন করেন মুকুল বলে ডাকেন। তিনিও তার নির্বাচনী এলাকার সকল মুরুব্বীদের বলেন আমার বাবা মা আপনার, আমার মা বাবা নেই তাই আপনাদের সেবা করলেই আমার বাবা মার সেবা।
গাড়ি চলার পথের মধ্য বৃদ্ধ বয়সের মানুষ গুলো গাড়ির সামনে এসে বলে মুকুল বাবা তুমি কেমন আছো তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। তিনিও তাদের বুকে জরিয়ে নেন আপন মা বাবার মতোই। তাদের খোঁজ খবর নেন প্রিয় মানুষটি।

দেশের এই মহামারী দূর্যোগের মধ্য অনেক সাংসদ সদস্য নিজেকে গুটিয়ে রাখেন নিজের সুরক্ষিত থাকতে।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল দুই মাসের বেশি সময়ে নিজে খাদ্য সামগ্রী পৌছিয়ে দিতে ব্যস্ত সময় পার করেন তিনি তার নির্বাচনী এলাকায় । নিজ অর্থয়ানে ৩৭ হাজার এর বেশি মানুষের মধ্য খাদ্য সহয়তা ও আর্থিক সহয়তা দিয়ে আসছেন। নিজের স্ত্রী সন্তান ঢাকায় রেখে জীবনের মায়া ত্যাগ করে তার নির্বাচনী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখছেন এমপি।

তাকে দেখে অনেক নেতাই চেষ্টা করেছেন কর্মীদের সঙ্গে কাজ করতে। সেটা বেশিদিন ধরে রাখতে পারেননি কেউ। তবে এমপি মুকুল শুরু থেকেই মানুষের মাঝে এমন কাজ করে যাচ্ছেন।

একজন এমপি হয়েও সাধারণের সঙ্গে মেশা ভোলা -২ আসনের এমপি মুকুল’র কর্মকাণ্ড নিয়ে কথা হয় জাতীয় দৈনিক উওরা নিউজের প্রতিনিধি তানভীর আহমেদ এর সাথে। একান্ত আলাপচারিতায় তিনি বলেন, আমার উদ্দেশ্য এমপি হওয়া নয়। আমার কাজ আমি করে যাবো, মানুষের মাঝে আওয়ামী লীগের আদর্শ পৌঁছে দেবো। তৃণমূল থেকে গড়ে ওঠা দল আওয়ামী লীগ সব সময়ই খেটে খাওয়া মানুষের ভরসাস্থল। মানুষের মাঝে সেই বার্তাই ছড়িয়ে দিতে চাই যা বঙ্গবন্ধু করেছেন।

এমপি মুকুল আরও বলেন, আমি মানবতার জন্য কাজ করি। মানুষের জন্য কাজ করি। আমার শিকড় এই সাধারণ মানুষ। সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম বলেই কোথাও পথসভা করতে গেলেও জনসভায় পরিণত হয়ে যায়। আমি এমপি থাকি আর না থাকি, আমার কাজ অব্যাহত থাকবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।