ব্রেকিংঃ

ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর গংদের পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নুর ইসলামদের দিকে।।

ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। আহত ১০

স্টাফ রিপোটার।।
ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলগীর গ্রুপ ও নুর ইসলাম পাটাওয়ারি গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আলমগীর পাটাওয়ারি (৬০) কালাম (৪০), রেজাউল(২২)রনি(২০), লাইজু ও,মাইনুর বেগম কে নুর ইসলাম গংরা কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ৩০/০৭/২১ ইং তারিখ শুক্রবার ধনিয়া ইউনিয়নের ধরিরাম শংকর নাছির মাঝি আহনাউল্লাহ পাটোয়ারী বাড়িতে আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকার সময়।

আহত আলমগীর পাটাওয়ারি গংদের কে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহতরা সার্জারি ওয়ার্ডে চিকিৎসা সেবা নিচ্ছেন।
আহত রেজাউল এর মাথায় বেশি আঘাত লাগায় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে গভীর পর্যবেক্ষনে রেখেছেন কর্তব্যরত ডাক্তার।

আলমগীর পাটাওয়ারি জানান,আমাদেন বাড়ির রাস্তাটি কাদায় হাটা চলায় অনুপোযোগী হওয়ায় বস্তায় বালি ভরার্ট করে রাস্তায় ফেলবো তাই নুর ইসলাম পাটাওয়ারি বাসায় ৫৫ টি খালি বস্তা চাইতে গেলে ৩৫ টি বস্তা ছেড়া দেওয়ায় আমি জানতে চাই যে আমরা রাস্তায় বালি ফেলবো তার জন্য আপনার কাছে বস্তাগুলো রেখেছি আর সেই বস্তাগুলো ছেড়া কেন এর জবাব চাইতে গেলে নুর ইসলাম পাটাওয়ারি গংদের সাথে আমাদের সাথে বাক বিতন্ডা বাদে এক পর্যায় লাঠি সোডা ও কেচি সাবল,থাই গজ,জি আই ফাইভ নিয়ে আমাদের মেরে রক্তাক্ত করে মাঁথায় আঘাত করলে আমরা মাঠিতে লুটে পরি।
হাসপাতালে এসে আমাদের জ্ঞান ফিরছে।
আমরা মামলা করবো চেয়ারম্যান মামলা করতে নির্শেদ করছে বলেছে সুস্থ্য হয়ে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি আসো তার পর এটার বিচার হবে।

তাই আমরা তার মেনে চিকিৎসা সেবা নিচ্ছি।
এব্যাপারে নুর ইসলাম জানান আমরা নিজেরা নিজেরাই একটু ভুল বুজা বুজি হইছে।
আলমগীর পাটাওয়ারি গংরা ও আমাদের মারছে আমরাও মারছি আহত বেশি কম হইছে আমরা ও আহত হইছি চিকিৎসা সেবা নিচ্ছি।

ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির প্রতিবেদকে বলেন, এই বিষয় উভয়কে ই চিকিৎসা সেবা নিতে বলেছি কারন উভয় বেঁশি কম আহত হয়েছেন।
আলমগীর পাটাওয়ারি গংরা একটু বেশি নুর ইসলাম পাটাওয়ারি গংরা একটু কম তাই উভয় চিকিৎসা সেবা নিয় সুস্থ হয়ে আসলে সকলের কথা শুনে স্থানীয় ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিরা বসে সমাধান করার চেস্টা করবো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।