ব্রেকিংঃ

বিজয়ের সুবর্ণজয়র্ন্তীতে দেশবাসীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

এম রহমান রুবেল।।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ বাক্য পাঠ করান তিনি।

শপথ বাক্য অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা গজনবী স্টেডিয়ামে অংশগ্রহণ জেলা প্রশাসক তৌফিক – ই- লাহী চৌধরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন মশু, জেলা মুক্তিযুদ্ধা কমান্ড দোস্ত মাহমুদ, জেলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, উপজেলা আ’লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমলীগ,তাতীলীগ, মহিলালীগ সহ জেলা মৎস্য পশু বিভাগ,জেলা হাসপাতাল,জেলা নার্সিং ইনস্টিটিউট, জেলা আইনজীবী, জেলা পরিষদ , উপজেলা বিভাগ, উপজেলা প্রশাসন বিভাগসহ সকল অফিসের কর্মকর্তাগনবৃন্দরা উপস্থিত ছিলেন।

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ‌‌‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না- দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো।
মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

এ সময় শপথ গ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে ভোলা গজনবী স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে শপথ বাক্য গ্রহন করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।