ব্রেকিংঃ

ভোলার তরুণ উদ্যোক্তা ও আলোকিত মুখ নুর নবী শিমু।। ।

ভোলা সদরের পূর্ব ইলিশার তরুণ উদ্যোক্তা ও আলোকিত মুখ।

Noor Nabi Shimu পিতা মৃত জনাব মোঃ হোসেন মানিক,দীর্ঘ অর্ধ শতকেরও বেশি সময় মৃত্যুপর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি ও শিক্ষকতা করতেন।

শৈশব তরুণ যৌবন বার্ধক্যের সময় টুকু ব্যায় করেছেন আওয়ামী লীগ, তথা ভোলার কৃতিসন্তান প্রাক্তন মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদ এর জন্যই,

তোফায়েল আহমেদ যতবার সংসদ সদস্য হয়েছেন প্রতিটি নির্বাচনে শিমুর বাবার ভুমিকা ছিল অতুলনীয় এবং ইলিশা ইউনিয়ন কে সাংগঠনিক ভাবে নৌকার ভোটব্যাংক তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ছোট একটি উদাহরণ ৬ষ্ট (৯৬) নির্বাচনে ২৩০০ ভোটে তোফায়েল আহমেদ জয়ী হয়েছিল, আর জয়ের জন্য শিমুর বারাব ইউনিয়ন তথা ভোলা সদরের পূর্ব ইলিশা থেকেই প্রায় ২৫০০শত ভোট তোফায়েল আহমেদ বেশী পেয়ে সেই সময় শিল্প ও বানিজ্য মন্ত্রী হয়েছেন।

দল ক্ষমতায় সবার ভাগ্যের পরিবর্তন হলেও মৃত মোঃ হোসেন মানিক এর ভাগ্যের পরিবর্তন হয়নি।
সেই মোঃ হোসেন মানিক এর একমাত্র পুত্র সন্তান মোঃ নূরনবী শিমু।

নিজের মেধায় কঠোর পরিশ্রমের মাধ্যমে উল্লেখিত পদের অধিকারী, আমার জানামতে সাধ্যমতো এলাকার মানুষের পাশে দাঁড়ান।

একটি বিষয়ে না বললেই নয় গত ৫ই জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী Anowar Hossain Shoton এর জয়ের পিছনে অব্যাহত ভুমিকা পালনের মাধ্যমে নৌকা প্রার্থী কে দ্বিগুণের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে,শিমুর বাবার মতো দক্ষ সংগঠকের পরিচয় দেন।
শিমু আরও এগিয়ে যাক এই প্রত্যাশা রইল।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।