ব্রেকিংঃ

ভোলার নতুন বাজারে ব্যবাসায়ীর উপর সন্ত্রাসী ইয়ামিনের হামলা টাকা ও মোবাইল ছিনতাই।।

স্টাফ রিপোটার।।

ভোলার নতুন বাজারে দুধ ব্যবাসায়ী কামরুল হাসানের উপর পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী ইয়ামিনের হামলা টাকা ও মোবাইল ছিনতাইর ঘটনা ঘটেছে।
গত শুক্রুবার দুপুর আনুমানিক ২.০০ টার সময় নতুন বাজার জিন্না কমপ্লেক্স মার্কেটের সামনের থেকে দুধ বিক্রি করে টাকা গুনে বাসায় যাওয়ার প্রস্তুতি নিলেে রাস্তায় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বাপ্তা ইউনিয়নের ৫ নং ওয়াডের একই গ্রামের নাজির আহমেদ এর ছেলে দুধ বিক্রিয়তা ইয়ামিন,ইলিয়াস ও নুরুল ইসলাম পিতা অজ্ঞাত সহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়।

এসময় হামলাকারীরা ব্যবসায়ী কামরুল হাসানকে কিল ঘুষি লাথি চড় মেরে তার কাছ থেকে নগদ ৬০ হাজার ২০০ টাকা ও ২০ হাজার টাকা মূল্যের Vibo ফোন ছিনিয়ে নেয়। কামরুল হাসানের চিৎকারে সুমন, ইব্রাহীম সহ বাজারের কয়েকজন লোক এগিয়ে আসে।
পরে তাদের সহযোগীতায় কামরুল হাসান দৌঁড়ে পাশ্ববর্তী দোকানে আশ্রয় নেন।
ব্যবসায়ী কামরুল হাসান জানান, কিছুদিন আগেও মামলায় জেলে ছিলো তার মার গাঁয়ে ও হাত দিয়েছেন।

ইয়ামিন অনেক দুষ্ট ও সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়।

তিনি নতুন বাজারে দুধ বিক্রির নামে মাস্তানী করে কথায় কথায় গালমন্দ করে মহিলাদের সাথে ও খারাপ আচরন করে তার সাথে আমার পূর্বের দুধ বিক্রি নিয়ে বিরোধ চলছে তারই জের ধরে আমার উপর আজ এই সন্ত্রাসী হামলা চালায় এবং আমার সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরো জানান, এলাকায় তার নির্দেশে ছিনতাই ও চুরি মত জঘন্যতম কাজও চলে।
আমি এগুলো বাধা দেওয়ায় আমার উপর চড়াও হয় আর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে আর কথায় কথায় প্রশাসনের ভয় দেখায়।

আমি সন্ত্রাসী ইয়ামিন গংদের বিচার চাই আর আমার ছিনতাই হওয়া টাকা সহ মোবাইল ফেরত চাই প্রশাসনের কাছে।

অভিযুক্ত ইয়ামিনগংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই।
এ ব্যাপারে দুধ ব্যবসায়ী কামরুল হাসান বাদী হয়ে ভোলা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।