ভোলায় পুলিশের উপর হামলার প্রতিবাদে পদ বঞ্চিত স্বেচ্ছাসেবক লীগের হোন্ডা মহড়া।।
জনতার বাণী নিউজ ডেস্ক : ভোলায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মাল নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর উপর বিএনপি নেতাকর্মী ও সন্ত্রাসীদের বাহিনীর অতর্কিতে হামলার প্রতিবাদে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের হোন্ডা মহড়া ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন সড়কে জেলা স্বেচ্ছাসেবকলীগের পদ বঞ্চিত তৃনমুল নেতা কর্মীরা শতাধিক হোন্ডা মহড়া দিয়ে পুরো শহর প্রদক্ষিন করে সাবেক বানিজ্য তোফায়েল আহমেদ এমপি মহোদয় এর গাঁজিপুর বাসভবনের সামনে এসে শেষ হলে
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পদ বঞ্চিত ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, সদস্য, রাকিব হাসান,মাকসুদ,এম রহমান রুবেল, এম জামিল হোসেন রাসেল সিকদার, ইসরাফিল ইফাত, অটল বলেন, দীর্ঘদিন যাবৎ ভোলায় একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্যই বিএনপি ও জামাত উঠে পড়ে লেগেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই আজ তারা ন্যাক্কারজনকভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছে।
তারা চাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করতে।
কিন্তু বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে ততদিন পর্যন্ত সারাদেশে কিংবা ভোলার মাঠিতে কোন নৈরাজ্য ও বিশৃঙ্খলা হতে দেওয়া
যাবে না।
এসময় শতধিক হোন্ডা মহড়ায় ৩ শতাধিক নেতা কর্মীরা সংযুক্ত ছিলেন।